X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
যুবাদের চার দিনের ম্যাচ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:২০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:২০

চার দিনের ম্যাচের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তান যুবাদের বিপক্ষে সিলেটে অনুষ্ঠিত চার দিনের ম্যাচের প্রথম দিন ব্যাটিং ব্যর্থতায় কেটেছে বাংলাদেশের। প্রথম দিনে আফগান দুই বোলার বিলাল সামি ও ইজহারউল্লাহ নাভিদের বোলিংয়ে প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ২ উইকেটে ৪০ রান করে প্রথম দিন শেষ করেছে।

ওয়ানডে সিরিজে ধারাবাহিক ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। লাল বলের ক্রিকেটেও পাল্টায়নি তাদের ব্যর্থতা। আজ (বুধবার) টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের যুবারা আফগান পেসার বিলাল সামি ও লেগ স্পিনার ইজহারউল্লাহ নাভিদের সামনে পড়েন। যদিও দুই ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ২০ ও ইফতিখার হোসেন ৩৭ রানে ভালো শুরু পেয়েছিল স্বাগতিকরা। প্রথম উইকেটে ৪৬ রানের জুটির পর চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটিই দলের সেরা। বাকি ব্যাটসম্যানরা কেবল আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়েছিলেন।

দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক আইচ মোল্লা। এছাড়া ইফতিখারের ব্যাট থেকে আসে ৩৭ রান। তৃতীয় সর্বোচ্চ ২৮ রান করেন মেহেরব। শেষ দিকে পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

আফগানিস্তানের পেসার বিলাল সামি নিয়েছেন ৫ উইকেট। এছাড়া লেগ স্পিনার ইজহারউল্লাহ নাভিদ পেয়েছেন ৪ উইকেট।

শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে আফগান ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেননি। শুরুতেই রিপন মণ্ডলের থ্রোতে রান আউট হন সুলাইমান শাফি। দ্বিতীয় উইকেট হিসেবে ফিরে যান ইশাক জাজাই (১৭)। শেষ পর্যন্ত ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে আফগানিস্তানরা করে ২ উইকেটে ৪০। বিলাল সাঈদী (১১*) ও ইজাজ আহমেদ (৮*) রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের আশরাফুল ইসলামের শিকার একটি উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’