X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বেনজেমার ইতিহাস, আসেনসিওর হ্যাটট্রিক, উড়ন্ত রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০

সের্হিয়ো রামোস চলে গেছেন, রাফায়েল ভারানও নেই। রক্ষণের দুর্বলতার সঙ্গে ফরোয়ার্ডের সমস্যা তো ছিলই। সব মিলিয়ে এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের জন্য অপেক্ষা করছিল কঠিন পরীক্ষা। কিন্তু মাদ্রিদের ক্লাবটি যেন এখন আরও বেশি ভয়ঙ্কর। বুধবার রাতে লা লিগার ম্যাচে মার্কো আসেনসিওর হ্যাটট্রিক ও করিম বেনজেমার জোড়া লক্ষ্যভেদে মায়োর্কাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে তারা।

যেখানে নতুন ইতিহাস লিখেছেন বেনজেমা। ক্রিস্তিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পর থেকে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ফরাসি ফরোয়ার্ড। গত মৌসুমটাও দারুণ কেটেছিল তার। তবে এবার যেন আগের সবকিছুকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। বেনজেমার অসাধারণ পারফরম্যান্সেই উৎসবে রঙিন হচ্ছে রিয়াল। নিজে গোল করছেন, আবার সতীর্থদের দিয়ে করাচ্ছেন। সব মিলিয়ে লিগের ৬ ম্যাচে ১৫ গোলে অবদান রেখেছেন তিনি।

ছয় ম্যাচে ১৫ গোল (নিজে করেছেন ৮ গোল ও সতীর্থদের দিয়ে ৭ গোল) করার ইতিহাস এই শতাব্দীতে আর কারও নেই। শুধু তা-ই নয়, মায়োর্কার বিপক্ষে রিয়ালের জার্সিতে ২০০ লিগ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি তারকা। ঘরের মাঠে মায়োর্কার বিপক্ষে গোল উৎসব করার পথে ৩ ও ৭৮ মিনিটে দুইবার জাল খুঁজে নেন বেনজেমা।

তবে গোল সংখ্যায় তাকেও ছাড়িয়ে গেছেন আসেনসিও। এই উইঙ্গার পেয়েছেন হ্যাটট্রিক। ২৪ মিনিটে প্রথমবার লক্ষ্যভেদের পাঁচ মিনিট পর আবারও জাল খুঁজে পান তিনি। এরপর ৫৫ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। আর ৮৪ মিনিটে মায়োর্কার কফিনে শেষ পেরেকটি মারেন ইসকো। রিয়ালের গোল উৎসবের ফাঁকে ২৫ মিনিটে একটি গোল শোধ দিয়েছিল সফরকারীরা।

বড় ব্যবধানের জয়ে নগরপ্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদকে টপকে শীর্ষে উঠেছে রিয়াল। ৬ ম্যাচের কোনোটিতে না হেরে ১৬ পয়েন্ট রিয়ালের। সমান ম্যাচে আতলেতিকোও হারেনি, তাদের পয়েন্ট ১৪। আর ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বার্সেলোনা।

/কেআর/
সম্পর্কিত
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
আনচেলত্তি মনে করেন, বার্সার সম্ভাব্য গোলটি আসলে গোল ছিল না
‘আহত’ বার্সাকে আরও কোণঠাসা করার লক্ষ্যে নামছে রিয়াল
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!