X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বেড়েছে কাঁচামরিচের ঝাঁজ

হিলি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৮

বেশ কিছুদিন ধরে কমতির দিকে থাকার পরে ফের বেড়েছে কাঁচামরিচের দাম। দিনাজপুরের হিলিতে মাত্র দু’দিনের ব্যবধানে পাইকারিতে দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা, খুচরায় বেড়েছে ৬০ টাকার মতো। সরবরাহ কমায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিন হিলি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। 

বাজারে দেখা গেছে প্রায় সব দোকানেই কমবেশি কাঁচামরিচের সরবরাহ রয়েছে। তবে দাম আগের তুলনায় বেশি। দু’দিন আগেও নওগাঁ অঞ্চলের কাঁচামরিচ হিলি বাজারে পাইকারিতে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে আজ তা বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।

দাম সবচেয়ে বেশি বেড়েছে খুচরা বাজারে। দু’দিন আগেও যে মরিচ ৬০টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, আজ তা প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দেশের বাজারে কাঁচামরিচের বাজার ঊর্ধ্বমুখী হলেও দীর্ঘ আট মাস বন্ধের পর ১৪ ও ১৬ আগস্ট দু’দিন হিলি স্থলবন্দর দিয়ে ৩৬ টন ৭৮৬ কেজি কাঁচামরিচ আমদানি হয়। তবে দাম কম পাওয়ায় ও লোকসানের কারণে এর পর থেকে বন্দর দিয়ে মরিচ আমদানি বন্ধ রয়েছে।

ক্রেতা ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দু’দিন আগেও বাজারে কাঁচামরিচ কিনলাম ৬০ টাকা কেজি দরে। তবে আজ বাজারে মরিচ কিনতে গিয়ে তো রীতিমতো অবাক। এক কেজি মরিচের দাম বলছে ১২০ টাকা। এমন কী হলো দু’দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম দ্বিগুণ হয়ে গেলো, প্রশ্ন করেন তিনি।  

বিক্রেতা মনতাজ আলী ও ইব্রাহিম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের এই অঞ্চলে সাধারণত নওগাঁসহ পাশের বিরামপুর পাঁচবিবি উপজেলার মরিচ আসে। গত বেশ কয়েকদিন ধরে বাজারে দেশীয় কাঁচামরিচের সরবরাহ ভালো থাকায় দাম কমতির দিকে ছিল। এ কারণে বন্দর দিয়েও ভারতীয় মরিচ আসেনি। তবে গত কয়েকদিনের বৃষ্টি ও বন্যার কারণে নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে বাজারে যোগানও কমেছে, বেড়েছে মরিচের দাম। 

 

/টিটি/
সম্পর্কিত
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি
হিলিতে বিজিবির কাছ থেকে পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ