X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বেড়েছে কাঁচামরিচের ঝাঁজ

হিলি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৮

বেশ কিছুদিন ধরে কমতির দিকে থাকার পরে ফের বেড়েছে কাঁচামরিচের দাম। দিনাজপুরের হিলিতে মাত্র দু’দিনের ব্যবধানে পাইকারিতে দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা, খুচরায় বেড়েছে ৬০ টাকার মতো। সরবরাহ কমায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিন হিলি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। 

বাজারে দেখা গেছে প্রায় সব দোকানেই কমবেশি কাঁচামরিচের সরবরাহ রয়েছে। তবে দাম আগের তুলনায় বেশি। দু’দিন আগেও নওগাঁ অঞ্চলের কাঁচামরিচ হিলি বাজারে পাইকারিতে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে আজ তা বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।

দাম সবচেয়ে বেশি বেড়েছে খুচরা বাজারে। দু’দিন আগেও যে মরিচ ৬০টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, আজ তা প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দেশের বাজারে কাঁচামরিচের বাজার ঊর্ধ্বমুখী হলেও দীর্ঘ আট মাস বন্ধের পর ১৪ ও ১৬ আগস্ট দু’দিন হিলি স্থলবন্দর দিয়ে ৩৬ টন ৭৮৬ কেজি কাঁচামরিচ আমদানি হয়। তবে দাম কম পাওয়ায় ও লোকসানের কারণে এর পর থেকে বন্দর দিয়ে মরিচ আমদানি বন্ধ রয়েছে।

ক্রেতা ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দু’দিন আগেও বাজারে কাঁচামরিচ কিনলাম ৬০ টাকা কেজি দরে। তবে আজ বাজারে মরিচ কিনতে গিয়ে তো রীতিমতো অবাক। এক কেজি মরিচের দাম বলছে ১২০ টাকা। এমন কী হলো দু’দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম দ্বিগুণ হয়ে গেলো, প্রশ্ন করেন তিনি।  

বিক্রেতা মনতাজ আলী ও ইব্রাহিম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের এই অঞ্চলে সাধারণত নওগাঁসহ পাশের বিরামপুর পাঁচবিবি উপজেলার মরিচ আসে। গত বেশ কয়েকদিন ধরে বাজারে দেশীয় কাঁচামরিচের সরবরাহ ভালো থাকায় দাম কমতির দিকে ছিল। এ কারণে বন্দর দিয়েও ভারতীয় মরিচ আসেনি। তবে গত কয়েকদিনের বৃষ্টি ও বন্যার কারণে নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে বাজারে যোগানও কমেছে, বেড়েছে মরিচের দাম। 

 

/টিটি/
সম্পর্কিত
হিলিতে কমপ্লিট শাটডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
স্থলবন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ, আটকা পণ্যবাহী ট্রাক, বিপাকে ব্যবসায়ীরা
ভারতে ঢুকে পড়া কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক