X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্যবসা প্রতিষ্ঠানে কিশোর গ্যাংয়ের হামলা, অস্ত্রসহ গ্রেফতার ২

পিরোজপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- সোহেল পঞ্চায়েত (২২) ও  শুভ শীল (২১)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দেশীয় অস্ত্রসহ শুভ শীলকে আটক করে পুলিশ দেয় স্থানীয়রা। আর সোহেলকে বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে আটক করা হয়।

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার রাতে ব্যবসায়ী সেলিম চৌকিদার বাদী হয়ে ১০ জন  নামীয় ও অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলা ও স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া পৌর এলাকার ওয়াপদা রোডে সেলিম চৌকিদারের মুদি দোকানে ২০-৩০ জনের একটি কিশোর গ্যাং চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সেলিম চৌকিদারের ছেলে রুবেল গুরুতর জখম হয়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে শুভ শীলকে আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে দুইটি চাইনিজ কুড়ালসহ তাকে আটক করে পুলিশ।

ব্যবসায়ী সেলিম চৌকিদার জানান, গত সোমবার রাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার বাসা এলাকায় পিকনিক করে। এ সময় কে বা কারা ৯৯৯-এ কল করে থানা পুলিশকে খবর দেয়। এতে তাকে সন্দেহ করে মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় তারা।

স্থানীয় বাসিন্দা কালাম চৌকিদার জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও বিভিন্ন  মাদক সেবনসহ স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। কিন্তু ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেফতার সোহেল পঞ্চায়েত ও শুভ শীলকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা