X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

কাওরান বাজারে হচ্ছে ‘ভিশন ২০২১’ টাওয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:২০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:২০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, উদ্ভাবনই হচ্ছে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র। দেশের আগামী দিনের অর্থনীতির মূল চালিকা শক্তি হবে স্টার্টআপ। এ জন্য সরকার ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলবে। ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলতে আমাদের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে ‘ভিশন-২০২১’ টাওয়ার। এই টাওয়ার হবে বাংলাদেশের জ্ঞাননির্ভর অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু। এর সঙ্গে যুক্ত থাকবে দেশের আরও  ১০টি বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কের সভা কক্ষে ‘ভিশন-২০২১’ টাওয়ার-২ নির্মাণের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কাছে জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ৬ বছরে স্টার্টআপে অনেক বিদেশি বিনিয়োগ আসছে। গত একমাসে ১০০ মিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ এসেছে।’ তিনি জানান, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে দেশে ৩৯টি হাইটেক পার্ক, ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে দেশের ৩ হাজার ৮০০ ইউনিয়ন অপটিক্যাল ফাইবার ক্যাবলের সঙ্গে সংযুক্ত। ফলে দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটিতে।

গত কয়েকদিন ই-কমার্স খাতে অস্থিরতা যাচ্ছে উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আশ্বস্ত করতে চাই, ই-কমার্সের প্রসার হবেই। সব ব্যবসা আস্তে আস্তে ডিজিটাল হতে বাধ্য। এ সেক্টরে নিয়ম, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি খাতের সবাই মিলে ক্রমবর্ধমান এ ইন্ডাস্ট্রি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ তিনি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘‘কাওরান বাজারে তৈরি হবে ১২ তলার ‘ভিশন-২০২১’ টাওয়ার।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী। বক্তব্য রাখেন— তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক শফিকুল ইসলাম।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
নিত্যপণ্যের দাম বেশি নিলে অভিযোগ ৩৩৩ নম্বরে
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণবিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয় দেখবেন প্রধানমন্ত্রী, টেলিযোগাযোগ পলক
দেশের উন্নয়ন দর্শনের মূল কারিগর বঙ্গবন্ধু: পলক
সর্বশেষ খবর
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
গানের শহরে খালিদ খালিদ কান্না...
গানের শহরে খালিদ খালিদ কান্না...
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই