X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

অধিনায়কত্ব নিয়ে কী ভাবছেন বাংলাদেশের নতুন কোচ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩

জেমি ডের অধীনে তিন বছর ধরে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন জামাল ভূঁইয়া। নতুন কোচ আসায় নেতৃত্বের পরিবর্তন নিয়েও আলোচনা হচ্ছে খুব। অস্কার ব্রুজনের অধীনে কে অধিনায়ক থাকবেন—জামাল নাকি নতুন কেউ? স্প্যানিশ এই কোচ কিন্তু জামালের ওপরই আস্থা রাখছেন।

বুধবার অনুশীলন শেষে ব্রুজন বলেছেন, ‘অধিনায়কত্ব নিয়ে কেন প্রশ্ন উঠলো আমি বুঝতে পারছি না। আমরা ধারাবাহিকতায় বিশ্বাসী। আহামরি কোনও পরিবর্তনের পরিকল্পনা আমাদের নেই। জামাল অধিনায়ক হিসেবে ভালো করেছে। জামালই অধিনায়ক এবং তাকে আমরা এই ভূমিকাতেই চাই।’

প্রথম দিনের অনুশীলনে ২৭ খেলোয়াড়ের ফিটনেস বোঝার চেষ্টা করেছেন ব্রুজন। সার্বিক মূল্যায়নে ৪৪ বছর বয়সী কোচ বলেছেন, ‘কিছু খেলোয়াড় তিন সপ্তাহ আগে লিগের খেলা শেষ করেছে, কেউ তিন দিন আগে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাদের বর্তমান ফিটনেসের অবস্থা বোঝার চেষ্টা করেছি। তিন-চারটা সেশনের পর ফিজিক্যাল পার্টের বিষয়টা আমরা সেভাবে দেখবো না। পরে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করবো।’

এতদিন বসুন্ধরা কিংসের কোচের দায়িত্ব পালন করেছেন ব্রুজন। এই প্রথম লাল-সবুজ দলের দায়িত্ব তার কাঁধে। তাই স্প্যানিশ কোচও বিষয়টি অন্যভাবে দেখছেন, ‘ক্লাব-জাতীয় দলের দায়িত্বের বিষয়টি ভিন্ন। শুধু বলতে পারি, ক্লাবের হয়ে ১৩ মাস অনেক কাজ করার পর মুক্ত বাতাসে এসেছি, বাকিদেরও মনে হয় একই মনোভাব। এতদিন একই খেলোয়াড় নিয়ে কাজ করেছি, এখন নতুনদের নিয়ে কাজ করছি। আমি মনে করি, এটা হয়তো সবার জন্যই ভালো।’

মালদ্বীপে ১ থেকে ১৬ অক্টোবর হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে অনুশীলন ম্যাচ খেলার কোনও সম্ভাবনা নেই। ব্রুজন তাতে কোনও সমস্যা দেখছেন না, ‘ছেলেদের ফিটনেস ভালো। একটি-দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে হয়তো ভালো হতো। কিন্তু এটাকে আমি অজুহাত হিসেবে নেবো না। আমরা কম্পিটিশন টাইমের মধ্যে চলে এসেছি। এখন আমাদের গুরুত্বপূর্ণ দিকে দৃষ্টি দিতে হবে, কোনও পরিকল্পনায় খেলবো সেটা নিয়ে ভাবতে হবে।’

শেষ মুহূর্তে দলে যুক্ত হয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। তার অন্তর্ভুক্তি হাঠৎ হলেও বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন ব্রুজন, ‘আমাদের তরুণ খেলোয়াড় প্রয়োজন, তারা দেশের ভবিষ্যৎ। কেবল কিংসের বিরুদ্ধেই নয়, লিগের শেষ তিন-চারটা ম্যাচে ও (হৃদয়) খুব ধারাবাহিক আর ইম্প্রেসিভ ছিল। ফিজিক্যালি খুবই শক্তিশালী। এখানে সিনিয়র-জুনিয়র কোনও বিষয় নয়, পারফরম্যান্সই মূল বিষয়।’

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়