X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বোলিং অ্যাসেসমেন্টের জন্য বিদেশে পাঠানো হবে হাসানকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২০

চোট আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে পেস বোলার হাসান মাহমুদ। পুনর্বাসনের পর বোলিং অ্যাসেসমেন্টের জন্য তাকে দেশের বাইরে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে আরেক পেসার আল আমিন হোসেন চোটমুক্ত হয়ে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন। বৃহস্পতিবার  দুই পেসারের ইনজুরি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

হাসানের পুনর্বাসন চলছে জাতীয় দলের ফিজিও জুলিয়ান কালেফাতোর অধীনে। পিঠের চোটে ভোগা এই গতি তারকার কোন সমস্যা ধরা পড়েনি। তার পরও হাসানকে বায়োমেকানিক্যাল বোলিং অ্যাসেসমেন্টের জন্য পাঠানো হবে দেশের বাইরে। এ প্রসঙ্গে বিসিবির এই চিকিৎসক বলেছেন, ‘আমরা মনে করছি ওর একটা সঠিক বায়োমেকানিক্যাল বোলিং অ্যাসেসমেন্ট দরকার। যেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে সম্ভব না। এখন চেষ্টা করছি বিদেশে, যেখানে এই সুযোগ-সুবিধাগুলো আছে, সেখানে পাঠিয়ে ওর ফুল অ্যাসেসমেন্টের জন্য।’

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে হাসানকে দেশের বাইরে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন তিনি, ‘করোনার কারণে বিভিন্ন দেশে এখন কড়াকড়ি রয়ে গেছে। আমরা দুই-তিন জায়গায় কথা বলেছি। আশা করছি, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে আমরা ওকে দেশের বাইরে কোথাও পাঠাতে পারবো।’

এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য অভিষেক দাসও ভুগছেন পিঠের ইনজুরিতে। তাকেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। এছাড়া একই দলের মৃতুঞ্জয় চৌধুরী কাঁধের চোট থেকে সেরে উঠেছেন, এনসিএল দিয়ে মাঠে ফেরার কথা তার।

পাশাপাশি আল আমিন হোসেনও অনেক দিন ধরে পায়ের ইনজুরিতে ভুগছিলেন। পুনর্বাসন প্রক্রিয়ার শেষ দিকে আছেন। গত কয়েকদিন ধরে মিরপুরে বোলিং অনুশীলন করছেন। আল আমিনকে নিয়ে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আল-আমিনের পুনর্বাসন প্রক্রিয়া শেষ পর্যায়ে। সে মোটামুটি শতভাগ চেষ্টা দিয়ে বোলিং করছে। এখন পর্যন্ত ওর অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক। আমরা আশা করি, এনসিএলে ওর খেলার সম্ভাবনা আছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক