X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেসে ফ্রিতে থাকতে পারবেন রাবি ভর্তি পরীক্ষার্থীরা

রাজশাহী ও রাবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে অ্যাডমিট কার্ড থাকলে ফ্রিতে মেসে থাকতে পারবেন। তবে ভর্তিচ্ছুদের অভিভাবকরা থাকলে টাকা দিতে হবে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী সিটি করপোরেশন আয়োজিত ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী মেট্রোপলিটনের কমিশনার  আবু কালাম সিদ্দিক, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী। এছাড়া মেস মালিক সমিতি ও মহানগর আবাসিক হোটেল মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ‘এই প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকা অবস্থায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকার কারণে আবাসন সংকট দেখা দিতে পারে। ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের রাখার জন্য নগরীর বিভিন্ন ছাত্রাবাস, আবাসিক হোটেল, বিভিন্ন সরকারি রেস্ট হাউজ, গেস্ট হাউজ এবং এরপরও যদি প্রয়োজন হয়, তবে বিকল্প কিছু ব্যবস্থা আমরা রেখেছি। এসবে অন্তত ৭০ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে। বাকিরা তাদের আত্মীয়-স্বজনদের বাসাবাড়িতে থাকবেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যাতায়াতের জন্য বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের বাসগুলো শহরে চলাচল করবে। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধায় রাজশাহী অভিমুখী ট্রেনসমূহ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে থামানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের খাবারের জন্য হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের মাধ্যমে ক্যাম্পাসে খাবারের ব্যবস্থা করা হবে। যাতে খাবারের কোনও সংকট না হয় এবং চাহিদামতো সবাই খাবার কিনে খেতে পারেন।’

সভায় ভর্তি পরীক্ষা নিয়ে আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়। উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো-  ভর্তি পরীক্ষা কেন্দ্র করে মেস ও গাড়ি ভাড়া বাড়ানো যাবে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০টি গাড়ি লোকাল সার্ভিস দেবে, পরীক্ষা চলাকালীন সময় কোনও ছাত্র-ছাত্রী অসুস্থ হলে তাৎক্ষণিক সেবা প্রদান করা হবে, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে, যানজট নিরসনে রাজশাহীর বাইর থেকে যেসব বাস আসবে সেগুলো রাজশাহী সিটি করপোরেশনের বাইরে অবস্থান করবে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে প্রবেশ করা প্রতিটি ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রা বিরতি করবে।

রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতি বছরই ভর্তিচ্ছুদের অনেক মেস মালিক ফ্রিতে থাকার সুযোগ দিতেন। আবার অনেক মেস মালিক টাকা নেন। তবে আমরা রাসিক মেয়রের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি ভর্তি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেবো না।’

তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষার্থীর সঙ্গে যদি কোনও অভিভাবক আসেন, জন প্রতি এক রাতের জন্য ২০০-৫০০ টাকা মেস দিতে হবে। আর যদি কোনও পরীক্ষার্থীর কাছ থেকে মেস মালিক টাকা দাবি করেন, আমাদের অভিযোগ নম্বরে যোগাযোগ করবেন।’

অভিযোগ জানানোর নম্বর- ০১৭২৯২৮৯৬২৮, ০১৭২৬৭৭৭৭৮৭ (অফিস নম্বর+ বুথ), (০১৭৪৫১৬৬৬৬৯ সভাপতি এনায়েতুর রহমান), (০১৭১০৯৪৬৭৭১ সাধারণ সম্পাদক রাজিব), (০১৭১১৫৭৮৭৭৭ কায়সার), (০১৭১৫১৩৮৪৮৫ বেলায়েত), (০১৭১৬৩৮৮৬৫০ সদস্য জাকির)।

প্রসঙ্গত, আগামী ৪, ৫ ও ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
এনএসইউতে সামার-২০২৪ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা