X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

সাফে গোল করার দায়িত্ব সবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭

মাত্র ক’দিন হলো জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন অস্কার ব্রুজন। সাফ চ্যাম্পিয়নশিপে বড় চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছেন মালদ্বীপে। তার দুর্ভাবনার অন্যতম জায়গা হলো গোল খরা। কারণ জাতীয় দলে নির্ভরযোগ্য স্ট্রাইকার সংকট। তাই ব্রুজন মনে করছেন, এজন্য শুধু ফরোয়ার্ড নয়, দায়িত্ব নিতে হবে সবাইকে।

মালদ্বীপে ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ প্রতিযোগিতা। গত চার প্রতিযোগিতায় গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ বিদায় নিয়েছে। সব মিলিয়ে খেলা ১২ ম্যাচে বাংলাদেশ গোল পায় মাত্র ১০টি, খেয়েছে ১৮টি।

তাই মালের প্রতিযোগিতা জিততে গোল পেতে হবে। আজ (সোমবার) সংবাদ সম্মেলনে ব্রুজন বলেছেন, ‘বাংলাদেশের খেলোয়াড়রা পাস দিতে পারে না, রক্ষণ সামলাতে পারে না, গোল করতে পারে না- এটা সত্যি নয়। সত্যি হচ্ছে, আমাদের ভালো নাম্বার নাইন ও বক্স প্লেয়ার আছে, যে এক ছোঁয়ায় ফিনিশিং করবে। কিন্তু লিগে গোলের দায়িত্ব দেওয়া হয় বিদেশিদের। তাহলে আমরা কীভাবে গোল করবো?’

এরপরই শিষ্যদের উদ্দেশে তার বার্তা, ‘আমি মনে করি, মূল আক্রমণভাগের পেছনে আমাদের যে লাইনটা আছে, সেটা মানানসই, ধারালো, গতিময়, স্থানান্তরের সময় দ্রুত মুভ করতে পারে এবং এটা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য ইতিবাচক দিক। স্কোরিং নিয়ে যদি বলতে হয়, তাহলে বলবো, এই দায়িত্ব সবার, এমনকি ডিফেন্ডারদেরও।’

রক্ষণ কৌশল থেকে আক্রমণাত্মক খেলবে বাংলাদেশ। এর জন্য আক্রমণ ও রক্ষণে দলের সমন্বয়টা সেভাবে দেখতে চাইছেন ব্রুজন, ‘এটা খুবই সাধারণ একটা বিষয়। আমাদের দলে সবাই আক্রমণ করবে, সবাই রক্ষণ সামলাবে। সবশেষ ম্যাচে বাংলাদেশ দল রক্ষণে মনোযোগী ছিল বেশি এবং আক্রমণে খুব বেশি খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়নি। এ মুহূর্তে আমরা সেটাও বদলের চেষ্টা করছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ