X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিসিবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:২১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:২৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ (মঙ্গলবার)। আর সবার মতো ক্রিকেটাররাও প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তা-ই নয়, মঙ্গলবার বিকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কেট কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছেন বিসিবির পরিচালকরা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশ কয়েকজন পরিচালক কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছেন। তাদের সঙ্গে ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।

বিশাল কেটে লেখা ছিল, ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। আপনার উত্তরোত্তর সফলতা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়- বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘উনি (প্রধানমন্ত্রী) সবসময় আমাদের অনুপ্রেরণা জোগান। খেলাধুলার জন্য সবসময়ই নিবেদিত একজন মানুষ। সবসময় ভালো পরামর্শ দিয়ে উৎসাহিত করেন। আমরা যখন হারি, তখন আমাদের আরও বেশি উৎসাহ দেন যেন পরবর্তীতে ভালো করতে পারি। উনি মাঠে আসলে অবশ্যই খুব ভালো লাগে। বাড়তি পাওয়া ও বাড়তি অনুপ্রেরণা। এটা শক্তি জোগায়। আশা করছি, ভবিষ্যতেও আমরা এ ধরনের অনুপ্রেরণা পাবো। সামনেই আমাদের বিশ্বকাপ আছে। আমরা সবাই উনার দোয়া চাচ্ছি যেন বাংলাদেশ ভালো কিছু করতে পারে।’

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে সর্বস্তরের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি ক্রিকেটাররা। অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে। সাকিব ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা জোগায়।’

সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজাও শুভেচ্ছা জানিয়েছেন। নড়াইল-২ আসনের সাংসদ লিখেছেন, ‘শুভ জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আপনার সুদক্ষ নেতৃত্বে এগিয়ে চলুক প্রিয় বাংলাদেশ। আপনার দীর্ঘায়ু কামনা করি...।’

ফেসবুকে শুভেচ্ছাবার্তা লিখেছিলেন মাহমুদউল্লাহও, ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক আরও বহুদূর। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
মুশফিকের ইনজুরিতে ভাগ্য খুললো হৃদয়ের
বেইলি রোডে অগ্নিকাণ্ডে বিসিবির শোক
রাসেল ঝড়ে উড়ে গেলো টেবিল টপার রংপুর
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়