X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

অভিযোগের প্রমাণ না মেলায় জাবি শিক্ষার্থীকে ছেড়ে দিলো র‌্যাব

জাবি প্রতিনিধি 
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বনী আমিন ফকিরকে ছেড়ে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার বিরুদ্ধে কোনও অভিযোগের প্রমাণ না পাওয়ায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বাবার কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ এস পি জিয়াউর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, ‘কিছু অভিযোগের ভিত্তিতে আমরা বনী আমিনকে এনেছিলাম। তবে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে তার বাবার কাছে হস্তান্তর করেছি। এ সময় সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও উপস্থিত ছিলেন।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকার একটি ছাত্রাবাস থেকে র‌্যাব পরিচয়ে বনী আমিনকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর র‌্যাব-৪ এর কমান্ডার মোজাম্মেল হক জানান, ‘বনী আমিন র‌্যাব হেফাজতে আছেন। কিছু তথ্য নেওয়ার জন্য তাকে আনা হয়েছে।’

বনীর বাবা আব্দুল জলিল বলেন, ‘কিছু সন্দেহের ভিত্তিতে তাকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছিল। পরে আমাকেও ডেকেছিলো। তবে কোনও অভিযোগের প্রমাণ না পাওয়ায় ছেড়ে দিয়েছে।’

বনী আমিনকে হস্তান্তরের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাব-৪ বনী আমিনকে নিয়ে যাওয়ার পর আমাদের বিভাগের শিক্ষকরা উদ্বিগ্ন ছিলেন। বৃহস্পতিবার সকালে বিভাগের এক সভা থেকে আমাকে পাঠানো হয়। পরে উপাচার্যের সঙ্গে কথা বলে র‌্যাব-৪ এর দফতরে যাই। কিছু উগ্র গোষ্ঠী বনীকে টার্গেট করেছিলো। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তমাকে নিয়ে যায় র‌্যাব। জিজ্ঞাসাবাদ শেষে তার কাছে কোনও তথ্য না পাওয়ায় আজ বিকালে বাবার কাছে হস্তান্তর করে।

/এসএইচ/
সম্পর্কিত
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ, প্রতিবাদে বিক্ষোভ
শ্বাসরুদ্ধকর অভিযানে সাবেক সেনাসদস্যসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার, র‍্যাবের পোশাক উদ্ধার
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন