X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কারাগারে বসেই ঢাবির ভর্তি পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ১৬:০২আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৬:৩৫

আজ শনিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। আর এই পরীক্ষায় কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বসে অংশগ্রহণ করেছেন এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। ওই শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের ভর্তিচ্ছু এক শিক্ষার্থী ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছে। সেই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের রায় ছিল- তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। তখন আমরা কারাগারেই সেই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি।

ওই শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘তার একটি ব্যক্তিগত জীবন আছে। এটি প্রকাশ না করাই ভালো।’

কী অভিযোগে অভিযুক্ত সেই শিক্ষার্থী সেটিও প্রকাশ না করার অনুরোধ করে তিনি আরও বলেন, সে (পরীক্ষার্থী) কী অভিযোগে অভিযুক্ত এটি আমাদের দেখার বিষয় না। আমাদের কাছে আদালতের রায় এসেছিল, আর আমরা দু’জন শিক্ষক এবং একজন কর্মকর্তা পাঠিয়ে সেই শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি।’

বেলা ১১টার আগেই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী এবং দু’জন শিক্ষক ওই শিক্ষার্থীর পরীক্ষা নিতে কারাগারে পৌঁছান। পরীক্ষা পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষক হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক মাসুম বাকি বিল্লাহ এবং সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক। এছাড়া প্রক্টর অফিসের কর্মকর্তা কোমের আলীও সেখানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পরীক্ষার সময় পরিদর্শকের দায়িত্বে থাকা সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেকই এই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। এসময় ভর্তি পরীক্ষার সকল নিয়ম পরিপালন করা হয়েছে। যতক্ষণ আগে খাতা দেওয়ার কথা বা যখন প্রশ্নপত্র দেওয়ার কথা সব নিয়মই সঠিকভাবে পালন করা হয়েছে। আর এটি আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে।’

/ইউএস/
সম্পর্কিত
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৩ জুলাই
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!