ক্রিকেটকে মৃত্যুর আগপর্যন্ত হৃদয়ে ধারণ করেছেন জামাল আহমেদ চৌধুরী। খেলাটির প্রতি ছিল তার গভীর ভালোবাসা। আর এই ২২ গজেরই আম্পায়ারিং করে সুমান কুড়িয়েছেন নাদির শাহ। গত মাসে বাংলাদেশ হারিয়েছে এই দুই ক্রিকেট নিবেদিতপ্রাণ ক্রীড়া ব্যক্তিত্বকে। তাদের শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ফ্যান ক্লাব ‘বেঙ্গল টাইগার্স’ আয়োজন করেছিল স্মরণসভা।
বেঙ্গল টাইগার্স-এর পক্ষ থেকে সাব্বির আহমেদ রুবেল ও ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) পক্ষ থেকে জুনায়েদ পাইকার বিশেষ স্মারক ক্রেস্ট তুলে দেন নাদির শাহ ও জালাল আহমেদ চৌধুরীর স্বজনের হাতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবির নবনির্বাচিত পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন। ধানমন্ডি অ্যামেচার ফুটবলার অ্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিশনের পক্ষ থেকে কেক কেটে এই তিন পরিচালকের বিজয় উদযাপন করা হয়। এ সময় আরও ছিলেন সাবেক দুই অধিনায়ক শফিকুল হক হীরা ও খালেদ মাসুদ পাইলট।
বেঙ্গল টাইগার্সের কনভেনর গোলাম ফারুক ফটিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজি তাবারাকুল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মশিউর রহমান টুটুল, বেঙ্গল টাইগার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ রুবেল, কার্যনির্বাহী সদস্য জিয়াউর রহমান তপু, আসাদুজ্জামান শাহীন, আবিদ আব্বাস, ওয়াহিদুজ্জামান, মিজানুর রহমান, নাজমুল কবির সেন্টু, অনিমেষ দাসসহ অনেকেই ছিলেন অনুষ্ঠানে।