X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজনীতির চেয়ে ব্যবসা গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট                                                               
১০ অক্টোবর ২০২১, ১৭:৫০আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭:৫০

বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনীতির চেয়ে ব্যবসা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘ব্যবসা ও উন্নয়ন কার্যক্রমের বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার  চীন। রফতানি পণ্যের কাঁচামাল, এক্সেসরিজসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের ওপর বাংলাদেশের নির্ভরতা রয়েছে। ফলে দুই দেশের সম্পর্কে রাজনীতির চেয়ে ব্যবসার গুরুত্ব বেশি।’

রবিবার (১০ অক্টোবর) বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর ‘সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড’ বিতরণ উপলক্ষে রাজধানীর পল্টনে ইআরএফের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চাইনিজ রাষ্ট্রদূত লি জিমিং। 

ইআরএফ  থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘পৃথিবীটাই ব্যবসার ওপর চলছে। বৈশ্বিক রাজনীতি এখন অর্থনৈতিক রাজনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শুধু রাজনৈতিক কূটনীতিতে হবে না। ব্যবসা-বাণিজ্যের বিষয়ে কূটনীতি করতে হবে।’ সেই কূীটনীতিতে যে সফল হবে, সে-ই প্রকৃত সফল।’’

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘চীন বৈশ্বিক উন্নয়নে কাজ করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সবুজ ও স্বাস্থ্যসম্মত বৈশ্বিক উন্নয়ন চায় চীন। মানবকল্যাণ এবং কাউকে পেছনে ফেলে নয়, এমন উন্নয়ন চায় চীন। এজন্য আঞ্চলিক উন্নয়ন ও বিভিন্ন উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশও চীনের এই বৈশ্বিক উন্নয়নের উদ্যোগ থেকে সহায়তা পাবে। গত ৫০ বছরে বাংলাদেশের অসাধারণ অগ্রগতি হয়েছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) নির্ধারিত সময়ে অর্জন হয়েছে। আগামী উন্নয়ন লক্ষ্যগুলোও সময়মতো অর্জন হবে। ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। আর  ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩৫তম অর্থনীতিতে রূপান্তরিত হবে।’

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর ‘সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন— ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ডের আবুল কাশেম, নিউ এজ পত্রিকার সাখাওয়াত হোসেন, ডেইলি স্টারের আহসান হাবীব, আলোকিত বাংলাদেশের মৌসুমী ইসলাম, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের জসিমউদ্দিন হারুণ ও প্রয়াত এ জেড এম আনাস। এছাড়াও নিউজ ২৪ টেলিভিশনের বাবু কামরুজ্জামান, যমুনা টেলিভিশনের আলমগীর হোসেন, গাজী টেলিভিশনের তৌহিদুল ইসলাম এবং মাসুদুজ্জামান রবীন।   

এই পুরস্কারের বিচারকমণ্ডলীতে ছিলেন— পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চিফ নিউজ এডিটর এ এম এম হারুনর রশিদ, বিসিসিসিআই’র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবল, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের অন্যতম সম্পাদক মিরাজ আহমেদ চৌধুরী। পুরস্কারের পুরো প্রক্রিয়াকে সমন্বয় করেছেন বার্তা সংস্থা রয়টার্সের সাবেক ব্যুরো প্রধান সিরাজুল ইসলাম কাদির।

প্রথমবার বিসিসিসিআই ও ইআরএফ  যৌথভাবে এ ধরনের পদক প্রদানের আয়োজন করেছে। এতে অর্ধশতাধিক ইআরএফ  সদস্য প্রতিবেদন জমা দেন। এর মধ্য থেকে ১০টি ক্যাটাগরিতে ১০টি রিপোর্টকে সেরা হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিজয়ী রিপোর্টারদের ক্রেস্ট, সনদ ও নগদ ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

অনুষ্ঠানে বিসিসিসিআই সভাপতি গাজী গোলাম মুর্তজা, মহাসচিব শাহজাহান মৃধা বেনু, ইআরএফ  সভাপতি শারমীন রিনভী, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সাইকেল চালিয়ে কলকাতা থেকে ১২ জন বাংলাদেশে
বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডাসহ তিন দেশের প্রতিনিধির সাক্ষাৎ
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ