X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নেইমার বলছেন, ২০২২ সালেই তার শেষ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২১, ১৮:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮:৫৯

বয়স তার ২৯। ২০২২ বিশ্বকাপের সময় ৩০ পেরিয়ে যাবেন নেইমার। সেই হিসাবে ২০২৬ বিশ্বকাপে বয়স দাঁড়াবে ৩৪ বছর। এই বয়সে পেশাদারি ফুটবলে অসংখ্য ফুটবলার সর্বোচ্চ পর্যায়ে খেলে চলেছেন। সেখানে নেইমারের বিশ্বকাপ খেলতে না পারার কারণ থাকার কথা নয়। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২০২২ সালেই নিজের শেষ বিশ্বকাপ দেখছেন। তার বিশ্বাস, কাতারেই শেষ সুযোগ অপেক্ষা করছে।

ফুটবল মহাযজ্ঞ জুন-জুলাইয়েই হয়ে থাকে। তবে এবারের আয়োজক কাতারের গরমের কথা চিন্তা করে ঐতিহ্য ভেঙে নভেম্বর-ডিসেম্বরে হাতে যাচ্ছে বিশ্বকাপ। আর এই বিশ্বকাপেই নিজের শেষ দেখছেন নেইমার। পেশাদারি ফুটবলের কঠিন জীবনে শরীর ও মনের অবস্থা চার বছর পর ধরে রাখা সম্ভব কিনা, এই সংশয় যথেষ্ট রয়েছে নেইমারের মনে। তাই সামনের বিশ্বকাপকে শেষ ধরে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।

২০২৬ সালের বিশ্বকাপ হবে তিন দেশে- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ওই বিশ্বকাপ খেলার আশা খুব একটা নেই নেইমারের। কাতারেই শেষ দেখছেন। ক্রীড়াবিষয়ক এক ডিভিও স্ট্রিমিংয়ের তথ্যচিত্রে ব্রাজিল তারকা বলেছেন, ‘আমার মনে হয় এটাই (২০২২ সালের কাতার) আমার শেষ বিশ্বকাপ। এটাকেই আমি শেষ হিসেবে দেখছি, কারণ আমি জানি না ফুটবলে পূর্ণ মনোযোগ রাখার মতো মানসিক সামর্থ্য আর থাকবে কিনা আমার।’

সঙ্গে যোগ করেছেন, ‘তাই আমি আমার সাধ্যের সবটুকু উজাড় করে দেবো আমার দেশের জয়ের জন্য, যেটা আমি সেই ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসছি। এবং আমি আশা করছি আমি পারবো (বিশ্বকাপ জিততে)।’

দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে নেইমারের। ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপের পর ২০১৮ সালে রাশিয়ার মহাযজ্ঞে খেলেছেন হলুদ জার্সিতে। প্রথমবার ঘরের মাঠে সেমিফাইনালে হারের যন্ত্রণায় পুড়তে হয়েছিল। আর গতবার বিদায়ঘণ্টা বাজে কোয়ার্টার ফাইনালে। কাতার দিয়ে তৃতীয় বিশ্বকাপে নামার অপেক্ষায় প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড।

সেই যাত্রায় দুরন্তগতিতে এগিয়ে চলেছে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা ৯ ম্যাচ জিতে মূল পর্বের দরজা দেখতে পাচ্ছে তারা।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ ভ্রমণ শেষে ভারতে গিয়েই সংঘবদ্ধ ধর্ষণের শিকার ব্রাজিলিয়ান তরুণী
প্রথমবারের মতো ঢাকায় ‘লাতিন আমেরিকান কার্নিভাল’
বাইডেন আবার জিতবেন, আশাবাদী লুলা
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়