X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

খাবার পরিবেশন ও তৃষ্ণার্তদের পানি পান করানোর শর্তে ২ আসামির মুক্তি

যশোর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ২২:০৬আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২২:০৬

এতিমখানায় মাসে একবেলা খাবার পরিবেশন, তৃষ্ণার্তদের পানি পান করানো ও শিশুদের সময় দেওয়াসহ বিভিন্ন শর্তে মাদক মামলার দুই আসামিকে প্রবেশনে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১০ অক্টোবর) যশোরের যুগ্ম দায়রা জজ আদালতের (দ্বিতীয়) বিচারক শিমুল কুমার বিশ্বাস ভিন্নধর্মী এ রায় ঘোষণা করেন।

মদ ও ফেনসিডিল সংক্রান্ত পৃথক দুই মাদক মামলায় কারাদণ্ডের পরিবর্তে প্রবেশনে মুক্তি পাওয়া দুই আসামি হলেন- মো. কামরুজ্জামান ও জায়েদা খাতুন কুটি। মো. কামরুজ্জামান যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বারোপোতার আশরাফ আলী মোড়লের ছেলে এবং জায়েদা খাতুন কুটি একই উপজেলার কাশিপুর গ্রামের মক্কেল মোল্লার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি লতিফা ইয়াসমিন।

আদালত সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২ আগস্ট বিকাল সোয়া ৪টার দিকে শার্শা থানার এসআই মিজানুর রহমান উপজেলার বড়বাড়িয়া গ্রামে অভিযান চালান। সেখান থেকে ২৫ বোতল ভারতীয় মদসহ কামরুজ্জামানকে আটক করেন। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সাক্ষ্য প্রমাণে আসামি কামরুজ্জামান দোষী সাব্যস্ত হওয়ায় সংশোধনের সুযোগ দেওয়ার লক্ষ্যে তাকে কারাদণ্ডের পরিবর্তে প্রবেশন আইনে ৮ শর্তে দুই বছরের জন্য মুক্তির আদেশ দেন আদালতের বিচারক।

উল্লেখযোগ্য শর্ত হলো, প্রবেশনকালে উপার্জিত অর্থ থেকে বেনাপোল পোর্ট থানা এলাকায় নিজের পছন্দ মতো যেকোনও এতিমখানার বাসিন্দাদের প্রতি মাসে একবার সামর্থ্য অনুযায়ী একবেলা বিশুদ্ধ খাবার পরিবেশন করতে হবে।

অপর আসামি জায়েদা খাতুন কুটিকে ২০০৯ সালের ৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে শার্শা উপজেলার বটতলা কাশিপুর থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ আটক করেন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এএসআই মোমরেজ আলী। এ ঘটনায়ও শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সাক্ষ্য প্রমাণে আদালতে দোষী সাব্যস্ত হন আসামি জায়েদা খাতুন।

তার মুক্তির শর্তে উল্লেখযোগ্য হলো, আসামি বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখের মাজারে ঝাড়ুদার পদে কর্মরত থাকায় প্রবেশনকালে প্রতি সপ্তাহে ওই স্থানে আসা দর্শনার্থীদের বিভিন্ন সেবা (তৃষ্ণার্তদের পানি পান করানো, দর্শনার্থীদের সঙ্গে থাকা শিশুদের সময় দেওয়া ইত্যাদি) দিতে হবে।

/এফআর/
সম্পর্কিত
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক