ওমানে এক সপ্তাহের ক্যাম্প করে আবুধাবিতে এসেছে বাংলাদেশ। আজ ও বৃহস্পতিবার দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে এখানেই। এই ম্যাচগুলো দিয়ে আবুধাবির কন্ডিশন ও উইকেট সম্পর্কে ধারণা পেতে উন্মুখ হয়ে আছে গোটা টিম ম্যানেজমেন্ট।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ার্মআপ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। একদিন পর বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচ। তাই স্থানীয় কন্ডিশন সম্পর্কে জানতে এই দুটি ম্যাচের দিকে চোখ বাংলাদেশ দলের। নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘আবুধাবিতে আমরা যেহেতু প্রস্তুতি ম্যাচ খেলবো। সেখানে খেলার পর বুঝতে পারবো উইকেট কেমন থাকবে। যদি দ্বিতীয় রাউন্ডে যাই, তাহলে এখানে খেলা হবে। যে সময়টা এখানে কাটাবো, আমরা উইকেট ও কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পাবো।’
ওমানে এক সপ্তাহ অনুশীলনের পরই আবুধাবিতে এসেছে মাহমুদউল্লাহরা। এখানে প্রস্তুতি ম্যাচ খেলে ফের ওমানে চলে যাবে। ওখানেই ১৭ অক্টোবর থেকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওমানে আগে ভাগে এসে এক সপ্তাহ অনুশীলনের অভিজ্ঞতা প্রাথমিক রাউন্ডে কাজে দেবে বলে জানালেন নির্বাচক হাবিবুল বাশার, ‘ওমানের উইকেট কিন্তু অনেকটা ফ্রেশ। সেখানে তেমন খেলা হয়নি। আইপিএলে দেখেছি উইকেট কেমন আচরণ করে। ওমানের উইকেট একটি ভিন্ন। খুব বেশি স্পিন করে না। সন্ধ্যার পর শিশির পড়ে। সেটাও একটা জানার বিষয় ছিল। উইকেট থেকে পেসাররা ভালো সুবিধা পায়। ব্যাটসম্যানদের জন্য ভালো থাকে। স্পিনাররা হয়তো ওতটা বাঁক পাবে না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুর হওয়ার আগেই আত্মবিশ্বাসে টুইটুম্বর বাংলাদেশ শিবির। বাশার জানালেন, ‘এখন পর্যন্ত ভালো। আমরা যে জিনিসটা দেখতে চাই, সেটা হচ্ছে ক্রিকেটারদের মনোভাব। এখানে দেখে মনে হচ্ছে ছেলেরা খুব আত্মবিশ্বাসী। আমরা মূল পর্বে গেলে একটা ভিন্ন পরিস্থিতি হবে। তবে তার আগে যে আত্মবিশ্বাসটা দরকার ছিল, সেটা দেখতে পাচ্ছি। ’