X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোহলিকে নিয়ে আবেগঘন পোস্ট যুব বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ১৭:১০আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৭:১৯

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে আর দেখা যাবে না বিরাট কোহলিকে। সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অধিনায়ক হিসেবে আইপিএলের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। এলিমিনেটর রাউন্ডে হেরে যাওয়ায় ফাইনাল খেলার স্বপ্নও শেষ হয়ে গেছে তার। তাই ম্যাচ হারের পর আবেগ ধরে রাখতে পারেননি। কোহলি বলেছেন, ‘এই ফ্র্যাঞ্চাইজির জন্য প্রত্যেক মৌসুমে আমি ১২০ ভাগ দিয়েছি। এখন খেলোয়াড় হিসেবে মাঠে তা দিয়ে যাবো।’ 

ভারতীয় অধিনায়ক আবার বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রান্তিক নওরোজ নাবিলের কাছে অনুকরণীয় ‘আদর্শ’। প্রিয় তারকার এমন বিদায়ে আবেগ স্পর্শ করেছে তাকেও। তাই নিজের ফেসবুকে ওয়ালে আবেঘন এক পোস্ট দিয়েছেন নাবিল, ‘প্রিয় বিরাট কোহলি। আপনার অশ্রু দেখেছে অনেকে। ক্রিকেটের জন্য একজন খেলোয়াড়ের কতটা ভালোবাসা, সেটা আমি দেখলাম। আমি জানি, আপনি এখন নতুন মাইলফলক সেট করবেন। যেটার জন্য আপনি কাঁদলেন, তা অর্জন না করা পর্যন্ত থামবেন না। আপনার এই চ্যালেঞ্জ কেবল নিজের মধ্যেই থাকবে না। শিক্ষা হিসেবে আমার মতো তরুণদের হৃদয়ে বাজবে। আপনি আমার মতো মানুষের কাছে আশার প্রতিচ্ছবি। নেতৃত্ব একটি পদবি নয়, এটা ব্যক্তিত্ব যার ধারক আপনি।’
 
২০১১ সাল, ঘরের মাঠের বিশ্বকাপে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। আর সবার মতো টিভির পর্দায় সেই ম্যাচ দেখেছেন নাবিল। আশা ছিল, ম্যাচ শেষে মেতে উঠবেন জয়ের উল্লাসে। কিন্তু ঘরের মাঠে বাংলাদেশ ম্যাচটা হেরে যায় ৮৭ রানে। ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন বিরাট কোহলি। তার অপরাজিত ১০০ রানেই ৩৭০ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। সেই ছোট্ট বেলাতেই বিরাট কোহলির ভক্ত হয়ে যান নাবিল।

বিশ্বকাপজয়ী দলের সদস্য থাকলেও সেবার কোন ম্যাচ খেলা হয়নি নাবিলের। তবে দ্বিতীয় বারের মতো অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গী হয়ে আছেন এই তরুণ। সবকিছু ঠিক থাকলে ২০২২ বিশ্বকাপেও থাকবেন। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
শাস্তি পেতেই হলো কোহলিকে
আমাকে কিং বলে ডাকবেন না: বিরাট কোহলি 
রাজকোট ও রাঁচি টেস্টেও খেলবেন না কোহলি!
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা