X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রিহ্যাবের নতুন সভাপতি কাজল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হামিদ

বাংলা ট্রিবিউন রির্পোট
১২ অক্টোবর ২০২১, ১৯:৪৬আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯:৫০

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২১-২০২৩ মেয়াদী কমিটির সভাপতি পদে শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন (কাজল) এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে হামিদ রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) এ ফল ঘোষণা করে রিহ্যাব নির্বাচন বোর্ড।

নির্বাচনে প্রয়োজনীয় পদের বেশি সংখ্যক বৈধ প্রার্থী না থাকায়, রিহ্যাব নির্বাচন বোর্ড ২০২১-২০২৩ এর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নতুন কমিটির প্রথম সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্কাইরোজ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক কামাল মাহমুদ। ভাইস প্রেসিডেন্ট-২ হিসেবে নজরুল ইসলাম (দুলাল), ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা  এবং চট্টগ্রাম থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবদুল কৈয়ূম চৌধুরী।

ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে নির্বাচিত ২৬ জন পরিচালক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে নির্বাচিত ৩ জন পরিচালক অর্থাৎ সর্বমোট ২৯ জন পরিচালকের মধ্য থেকে অফিস বেয়ারার পদে ৭ (সাত) জনকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

গত ২১ আগস্ট রিহ্যাবের এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন পর্যায় অতিক্রম করে আজ ১২ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন বোর্ড।

২০২১-২০২৩ মেয়াদে অফিস বেয়ারার এবং পরিচালক পদে নির্বাচিতরা হলেন - প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাবুল হামিদ, ভাইস প্রেসিডেন্ট (১) কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (২) নজরুল ইসলাম (দুলাল), ভাইস প্রেসিডেন্ট (৩) লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা, ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল কৈয়ূম চৌধুরী।

এছাড়া ২২ জন পরিচালক হলেন ‑ নাইমুল হাসান, মো. রমজানুল হক নিহাদ, মাহির আলী খাঁন রাতুল, প্রকৌশলী মো. আল-আমিন, শহীদ রেজা, প্রকৌশলী এম. রুহুল আমিন, সৈয়দ মো. জোনায়েদ আনোয়ার, মাসুদ মনোয়ার, প্রকৌশলী মো. আবুল খায়ের সেলিম, ড. ইঞ্জি. মাসুদা সিদ্দিক রোজী ও আলহাজ ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার রতন কুমার দত্ত, ডা. এএফএম কামাল উদ্দিন, মো. কামরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, হামিম আহমেদ চৌধুরী তুহিন, সেলিম রাজা পিন্টু, এসএম এমদাদ হোসেন, সুলতান মাহমুদ, মাহবুব সোবহান জালাল (তানভির), মো. রাগিব আহসান ও প্রকৌশলী এন এম নূর কুতুবুল আলম।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগীতা করায় ভোটার এবং সকল রিহ্যাব সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রিহ্যাব নির্বাচন বোর্ড ২০২১-২০২৩ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনায়েতুর রহমান।

তিনি বলেন, নির্বাচন বোর্ডের পক্ষ থেকে নির্বাচিত অফিস বেয়ারারসহ সকল পরিচালককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি এই পরিচালনা পর্ষদ আবাসন খাতের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে। একই সাথে রিহ্যাবকে আরও সামনের দিকে এগিয়ে নিতে ফলপ্রসূ ভূমিকা রাখবে।

/এসএস/এমএস/
সম্পর্কিত
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ বছর, শেষ হয়নি বিচার
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’