মেঘনা নদীর হিজলা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১৩ অক্টোবর) রাতে বিজিবি স্টেশন হিজলা মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার সময় ১০ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযান চলাকালে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহল দল নৌকাটিকে থামার সংকেত দিলে সেটি না থেমে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের টহল দল তাদেরকে ধাওয়া করে হিজলা উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে নৌকাটি আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে ৪টি দেশীয় রামদাসহ ১০ জন ডাকাত সদস্য আটক করা হয়। জব্দকৃত দেশীয় রামদাসহ আটককৃত ডাকাত সদস্যদের হিজলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।