X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

অর্ধেকে নেমেছে সিলিন্ডার বিক্রি, বেড়েছে লাকড়ির দাম

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
১৪ অক্টোবর ২০২১, ১৮:৫৭আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৫:২৩

দাম বাড়ায় গাজীপুরে সিলিন্ডার গ্যাস বিক্রি কমেছে। এই সংখ্যা ৫০ শতাংশের নিচে নেমেছে বলে জানিয়েছেন সিলিন্ডার বিক্রেতারা। অপরদিকে গ্যাসের পরিবর্তে লাকড়ি ব্যবহার করছেন গ্রাহকরা। এ সুযোগে লাকড়ির দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

কালীগঞ্জ পুরাতন ব্যাংকের মোড় এলাকার বি এম গ্যাস সিলিন্ডার কোম্পানির ডিলার আজমল হুদা মিঠু বলেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ায় দেশে সিলিন্ডারের দাম বেড়েছে। রিফিল করা গ্যাসগুলো দুবাই এবং সিঙ্গাপুর থেকে আমদানি হয়। কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন কোম্পানির সিলিন্ডারের দাম একাধিকবার বাড়ায় দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এলপিজি ১২ কেজির সিলিন্ডারের পাইকারি রিফিল মূল্য ১২০০ টাকা। ভোক্তা পর্যায়ে ১২৫৯ টাকা।

তিনি বলেন, আগে ১৪-১৫ ট্রাকে সিলিন্ডার রিফিল করতে আনা হতো। এখন পাঁচ-ছয় ট্রাক আসছে। রিফিল করা সিলিন্ডারের বিক্রি অর্ধেকের নিচে নেমেছে।

কালীগঞ্জ মহিলা কলেজ রোড ওয়াপদা গেটের সামনের মেসার্স মিতালী করপোরেশনের স্বত্বাধিকারী ও বসুন্ধরা এলপিজির ডিস্ট্রিবিউটর রাজু আহমেদ বলেন, সিলিন্ডারের দাম বাড়ায় ক্রেতার সংখ্যা কমে গেছে। বাজারের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই সংখ্যা আরও কমবে। সিলিন্ডারের দাম বাড়ানোতে আমাদের হাত নেই।

৫০ শতাংশের নিচে নেমেছে এলপিজি বিক্রি

শ্রীপুর পৌর বাসস্ট্যান্ড এলাকার সিলিন্ডার বিক্রেতা ও মান্নান এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানা বলেন, আগে প্রতিদিন যে পরিমাণ সিলিন্ডার বিক্রি হতো বর্তমানে তা অর্ধেকের নিচে নেমেছে। সব ক্রেতাই দাম বাড়ায় ব্যবহার কমানোর কথা বলেছেন। কিন্তু আমাদের কিছুই করার নেই।

কাপাসিয়া-শ্রীপুর সড়কের গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি বলেন, গ্যাসের দাম বাড়ায় রিফিল করা সিলিন্ডার কিনছি না। ১০ দিন আগে আমার সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেছে। সিলিন্ডার না কিনে লাকড়ি কিনেছি। আগের মতো মাটির চুলায় সংসারের রান্নাবান্নার কাজ শুরু হয়েছে।

শ্রীপুরের পৌরসভার কেওয়া বাজারের লাকড়ি ব্যবসায়ী ফজলুল হক বলেন, গাছের ডালপালার মণ ২০০ টাকা বিক্রি করতাম। কয়েকদিন ধরে দেখছি, অনেক মানুষ লাকড়ি কিনতে আসছে। আগে মাসেও এত লাকড়ি বিক্রি হয়নি যা গত কয়েকদিনে হয়েছে। সিলিন্ডার গ্যাসের দাম বাড়ায় লাকড়ির চাহিদা বেড়েছে। বর্তমানে ২৫০ টাকা লাকড়ির মণ বিক্রি করছি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। নির্ধারিত দামের বাইরে যদি কোনও ডিলার কিংবা ক্রেতা বিক্রি করেন এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/ 
সম্পর্কিত
ভাসানটেকে গ্যাস সিলিন্ডারে দগ্ধ আরও একজনের মৃত্যু
সংকট সামাল দিতে বাড়ানো হচ্ছে এলএনজি সরবরাহ
থাইল্যান্ডের সঙ্গে জ্বালানি চুক্তির বিষয় এগিয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
আপনি কি টক্সিক প্যারেন্ট? বুঝে নিন এই ৫ লক্ষণে
আপনি কি টক্সিক প্যারেন্ট? বুঝে নিন এই ৫ লক্ষণে
সীমান্ত পেরিয়ে আশ্রয় নিলেন আরও ১২ বিজিপি সদস্য
সীমান্ত পেরিয়ে আশ্রয় নিলেন আরও ১২ বিজিপি সদস্য
রবিনিয়ো-সোহেল-এমফনের নৈপুণ্যে কিংস সেমিফাইনালে
রবিনিয়ো-সোহেল-এমফনের নৈপুণ্যে কিংস সেমিফাইনালে
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’