X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দরে ৩ মাসে রাজস্ব ঘাটতি ২৩ কোটি টাকা

হালিম আল রাজী, হিলি
১৬ অক্টোবর ২০২১, ১৯:৫০আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৯:৫০

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাস (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ৬৬ লাখ টাকা। এই সময়ে বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১১৮ কোটি ২৪ লাখ টাকা। বিপরীতে আহরণ হয়েছে ৯৪ কোটি ৫৮ লাখ টাকা। 

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পুনরায় নির্ধারণ করায় ঘাটতি দেখা দিয়েছে। তবে সামনের মাসগুলোতে আমদানি বাড়লে রাজস্ব আহরণ বাড়বে বলে জানিয়েছে শুল্ক স্টেশন কর্তৃপক্ষ।

শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত ২০২১-২২ অর্থবছরের জুলাই মাসে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ কোটি ৩৫ লাখ টাকা। বিপরীতে আহরণ হয়েছে ৩২ কোটি ৭৭ লাখ টাকা। আগস্ট মাসে লক্ষ্যমাত্রা ছিল ৪৩ কোটি ৯৬ লাখ টাকা। বিপরীতে আহরণ হয়েছে ২৬ কোটি ৬২ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে লক্ষ্যমাত্রা ছিল ৩৭ কোটি ৯৩ লাখ টাকা। বিপরীতে আহরণ হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা।

স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর থেকে রাজস্ব আহরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের বিষয়টি নির্ভর করে পণ্য আমদানি-রফতানির ওপর। পণ্য আমদানি-রফতানি বাড়লে রাজস্ব আহরণ বাড়বে। পণ্য আমদানি-রফতানি কমলে রাজস্ব আহরণ কমবে। প্রথমে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কম নির্ধারণ করলেও পরে আবার নির্ধারণ করায় লক্ষ্যমাত্রা বেড়ে যায়। এ জন্য লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। 

তিনি বলেন, প্রথমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল গতবছরের রাজস্ব আদায়ের ওপর। পরে রংপুর কমিশনারেট সারাদেশের মধ্যে রাজস্ব আহরণে প্রথম হওয়ায় আবার কমিশনারেটের ওপর ৩০০ কোটি টাকা বাড়তি লক্ষ্যমাত্রা দেওয়া হয়। বাড়তি লক্ষ্যমাত্রা হিলি স্থল শুল্ক স্টেশনের ওপরে নির্ধারণ করা হয়। যেহেতু লক্ষ্যমাত্রা বেশি নির্ধারণ করা হয়েছে, তাই লক্ষ্যমাত্রা পূরণে আমরা বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি সেবা সহজ করেছি। আমদানিকৃত পণ্যের পরীক্ষণ শুল্কায়নসহ খালাস কার্যক্রম যত সহজ হবে ততই দেশের অন্যান্য বন্দরের চেয়ে হিলি ব্যবহারে আমদানিকারকরা উৎসাহিত হবেন। এতে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাড়বে। রাজস্ব আহরণ বাড়বে।

এসএম নুরুল আলম খান আরও বলেন, আমাদের উপ-কমিশনার পণ্য আমদানি-রফতানি বাণিজ্য যাতে আরও সহজ করা যায় সে জন্য নতুন সফটওয়্যার চালু করেছেন। এ ছাড়া পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে কোনও সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারক অহেতুক যেন হয়রানির শিকার না হন, তাদের সমস্যা যেন দ্রুত সমাধান হয় সে নির্দেশনা দিয়েছেন উপ-কমিশনার। আমরা সে মোতাবেক কাজ করে যাচ্ছি।

 

/এএম/
সম্পর্কিত
পাঁচ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর
একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি
হিলিতে বিজিবির কাছ থেকে পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা