X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সংস্কারকাজ শেষ না করেই খুলছে রাবির হল

রাবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ২৩:০৬আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২৩:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য রবিবার থেকে খুলে দেওয়া হচ্ছে। কিন্তু শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত সংস্কারকাজ শেষ করতে পারেনি  কয়েকটি হল। ফলে হলে উঠে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখা সূত্রে জানা যায়, বিশ্বদ্যিালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে রাবি ১৭টি আবাসিক হলসহ ক্যাম্পাসের সার্বিক সংস্কারের জন্য ৫ কোটি ১০ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে হলগুলোর কাছ থেকে চাহিদা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অনুযায়ী প্রকৌশল দফতরের মাধ্যমে প্রত্যেক হলের সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হয়। কিন্তু এফসি ও সিন্ডিকেট না হওয়ায় কাজ শুরু হতে বিলম্ব হয়।

শনিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সংস্কারের কাজ চলছে পুরোদমে। হলের সামনে বেসিন বাসনোর কথা থাকলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত কয়েকটি হলে বেসিন বসানোর কাজ হয়নি। এ ছাড়া প্রায় সব হলের রিডিং রুম স্পেস, ডাইনিং ক্যানটিন পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ধোয়ামোছা কাজ শেষ হয়েছে। কয়েকটি হলে নতুন করে চুন ও রঙ করার কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা একে ফজলুল হক হলে গিয়ে দেখা যায়, হলের বিভিন্ন জায়গায় চুনের কাজ চলছে। দোতলায় ধোয়ামোছার কাজও চলছে। নিচতলায় ঝাড়ু দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু হলেও অনেকটা একই চিত্র।

সন্ধ্যায় ফের হলগুলো ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আব্দুল লতিফ হল ও শহীদ শামসুজ্জোহা হলের সামনে বেসিন বসানোর কাজ এখনও শেষ হয়নি।

জানতে চাইলে আবাসিক হল প্রাধ্যক্ষ কমিটির আহ্বায়ক ড. জুলকার  নায়েন বলেন, আবাসিক হলগুলোর মধ্যে ছাত্রদের রুমের ভেতরের অবস্থা এখনও আমরা জানতে পারিনি। তবে বিভিন্ন কমন স্পেস, ওয়াস রুম, ডাইনিং-ক্যানটিন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। তবে বড় বাজেটে কাজগুলো টেন্ডার প্রক্রিয়ার বিলম্বের কারণে শুরু হতে একটু বিলম্ব হয়েছে। শিক্ষার্থীরা এলে দ্রুত কাজগুলো সম্পন্ন করতে পারবো।

আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য ১০ পরামর্শ:

আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য ১০ দফা পরামর্শ দিয়েছে প্রাধ্যক্ষ পরিষদ। যার মধ্যে অন্তত একডোজ টিকা গ্রহণ গ্রহণ করতে হবে, টিকার রেজিস্ট্রেশন যারা এখনও করেনি হলে ওঠার আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, টিকা গ্রহণ সনদের দুই কপি সঙ্গে নিয়ে আসতে হবে, যেসব শিক্ষার্থী এখনও টিকা গ্রহণ করেনি কিন্তু সুরক্ষা অ্যাপে বা ইউজিসির ইউনিভ্যাকের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছে তাদের রেজিস্ট্রেশনের দুই কপি সঙ্গে নিয়ে আসতে হবে, ক্যাম্পাসে, হলে বা ক্লাসে অবস্থানকালে সবাইকে নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করতে হবে, হলে বা ক্লাস কক্ষে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুয়ে বা স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হবে।

/এএম/
সম্পর্কিত
বিনোদপুরে সংঘর্ষের ১ বছর: তদন্তের ফাইল ‘লাপাত্তা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়