X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লিটনের ‘দ্বিতীয় জীবন’ টিকলো মোটে এক বল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ২০:২৫আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২০:৪০

খেলাধুলায় প্রতিভা যেমন দরকার, তেমনি ভাগ্যও লাগে। ওমানের বিপক্ষে আজ (মঙ্গলবার) মনে হচ্ছিল, ভাগ্যটা সঙ্গে পাচ্ছেন লিটন দাস। রিভিউ নিয়ে একবার বাঁচলেন, তারপর ওমানের ফিল্ডারের সৌজন্যে পেলেন ‘দ্বিতীয় জীবন’। যদিও লিটনের সেই ‘জীবন’ টিকলো মাত্র এক বল!

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাঁচা-মরার ম্যাচে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন লিটন। ৭ বলে ৬ রান করে তার ফেরায় বাংলাদেশ হারায় প্রথম উইকেট। এই ওপেনারের বিদায়ের পরেই আবার আউট হয়ে গেছেন শেখ মেহদী হাসান। দ্রুত দুই ব্যাটারকে হারানো বাংলাদেশের স্কোর ৫ ওভারে ২ উইকেটে ২৫ রান।

মুখোমুখি প্রথম বলেই আউটের সিদ্ধান্ত দেখতে হয়েছিল লিটনকে। কলিমউল্লাহর বল উইকেটকিপার নাদিম খুশির গ্লাভসে গেলে আম্পায়ার দেন আউট। যদিও রিভিউ নিতে দেরি করেননি লিটন। টিভি রিপ্লেতে দেখা যায়, ব্যাট-বলে কোনও সংযোগ হয়নি। রিভিউয়ের সৌজন্যে বেঁচে যান লিটন।

পরের ওভারেই আবার বিপদে পড়তে যাচ্ছিলেন ডানহাতি ব্যাটার। বিলাল খানের বলে ডিপ স্কয়ার লেগে উড়িয়ে মেরেছিলেন। কাশ্যপ প্রজাপতি বেশ খানিকটা দৌড়ে এসে বল হাতে নিলেও জমাতে পারেননি। ‘দ্বিতীয় জীবন’ পেয়ে যান লিটন। কিন্তু পরের বলেই আউট! বিলালের ইয়র্কার লেন্থের বলে জোড়ালো আবেদন উঠলেও আম্পায়ার সাড়া দেননি। তবে ওমান রিভিউ নিলে আউট লিটন।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লাল-সবুজ জার্সিধারীরা। ওমানের বিপক্ষে একাদশে ফিরেছেন নাঈম শেখ। বাদ পড়েছেন সৌম্য সরকার।

বিশ্বকাপের অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে ভালো খেলেছিলেন সৌম্য। অন্যদিকে রান পাননি নাঈম। সেই কারণেই হয়তো স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌম্যকে ওপেনিংয়ে সুযোগ দিয়ে বাদ দেওয়া হয়েছিল নাঈমকে। কিন্তু সৌম্য পুরোপুরি ব্যর্থ। তাই ওমানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সৌম্যকে বাদ দিয়ে ফেরানো হয়েছে নাঈমকে।

ওমানে অনুষ্ঠেয় প্রাথমিক রাউন্ড সহজেই টপকে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ব্যাটারদের দীনতায় সেই পথটা এখন দুর্গম! নাহলে ওমানের বিপক্ষে আজকের ম্যাচটি হওয়ার কথা ছিল সুপার-১২ নিশ্চিতের! সেটিতো হয়নি, উল্টো এই ম্যাচটি জিতলেও শঙ্কা থেকে যাচ্ছে পরের রাউন্ডে যাওয়া নিয়ে। কেননা পাপুয়া নিউ গিনির বিপক্ষে বাংলাদেশ জিতলে, ওমানের বিপক্ষে স্কটল্যান্ড হারলে আর পাপুয়া নিউগিনি সব ম্যাচ হেরে গেলে তিন দলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থেকেই কোয়ালিফাই করতে হবে বাংলাদেশকে। জটিল সব সমীকরণ যখন মাথায়, তখন স্বাভাবিক খেলাটা খেলাও বেশ কঠিন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওমান একাদশ: আকিব ইলিয়াস, যতীন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, জিসান মাকসুদ, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দীপ গৌদ, নাসিম খুশি, কলিমউল্লাহ, ফায়াজ বাট, বিলাল খান।

/কেআর/
সম্পর্কিত
ভুল শুধরে সফল অঙ্কন, জিতেছে মোহামেডান
তামিম-ঈমনের হাফসেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের সহজ জয়
১২.৩ ওভারেই জিতে গেলো আবাহনী
সর্বশেষ খবর
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে