X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আফগান নারী ভলিবল দলের সদস্যকে হত্যা করেনি তালেবান, দাবি পরিবারের

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ১৮:২২আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৩:৩১

তালবানের বিরুদ্ধে আফগানিস্তানের জাতীয় জুনিয়র নারী ভলিবল দলের সদস্য মাহজাবিন হাকিমির শিরশ্ছেদ করার যে অভিযোগ উঠেছিল তা সত্য নয় বলে জানিয়েছে ওই খেলোয়াড়ের পরিবার। তাদের দাবি, তালেবানের হাতে খুন হননি তিনি। যদিও এর আগে ভলিবল দলের এক কোচ বলেছিলেন, তাকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে। কিন্তু অলট নিউজ নামের ফ্যাক্টওয়াচ ওয়েবসাইটের অনুসন্ধানে উঠে এসেছে তার মৃত্যুর সঙ্গে তালেবানের কোনও সম্পর্ক নেই। ব্রিটিশ সাময়িকী দ্য সান এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আফগান নারী ভলিবল দলের সদস্যকে হত্যা করেনি তালেবান, দাবি পরিবারের


তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে কাবুল পৌরসভা ভলিবল ক্লাবের হয়ে খেলতেন মাহজাবিন হাকমি। তিনি ছিলেন ক্লাবটির একজন তারকা খেলোয়াড়। কিন্তু  অক্টোবরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিচ্ছিন্ন মাথা ও রক্তাক্ত গলার ছবি প্রকাশিত হয় বলে দাবি দলটির কোচ।

পারসিয়ান ইন্ডিপেন্ডন্টকে এক সাক্ষাৎকারে দলটির কোচ অভিযোগ করেন মাহজাবিন তালেবানের হাতে খুন হয়েছে। চলতি বছরের আগস্টে আফগানিস্তান থেকে পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া দলের এক সদস্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, মাহজাবিনকে তালেবানই হত্যা করেছে।

কিন্তু তার পরিবাররের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, মাহজাবিন তালেবানের হাতে নিহত হননি। ভারতীয় অলাভজনক তথ্য যাচাই ওয়েবসাইট অলট নিউজকে পরিবারের এক সদস্য বলেন, গত ৬ আগস্ট মারা যায় সে। মাহজাবিনের পাথরের সমাধির একটি ছবিও শেয়ার করেন তিনি। যেখানে তার মৃত্যুর তারিখও লেখা রয়েছে।

এদিকে মৃত্যুর রহস্য নিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন ভারতীয় সাংবাদিক দীপা কে. পারেন্ট। কিন্তু পরবর্তীতে মাহাজাবিনের মৃত্যু নিয়ে পোস্ট করা বিভ্রান্তিকর প্রতিবদেনটি টুইট থেকে মুছে ফেলেন দীপা।

তালেবান কাবুল দখলের পর গত সেপ্টেম্বরের দিকে জাতীয় ভলিবল দলের খেলোয়াড়রা আত্মগোপনে চলে যান। তার আগে দলের কোচ জাহরা ফায়াজি গত আগস্টেই দেশ ছেড়ে ব্রিটেনে পাড়ি জমান। সেখান থেকেই তিনি অভিযোগ করেন, বিদ্রোহীরা খেলার সব সরঞ্জামাদি পুড়িয়ে ফেলেছে।

পরিবারের দাবি অনুযায়ী এবং ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে আফগান নারী ভলিবল খেলোয়াড় মাহজাবিন হাকমি তালেবানের হাতে নিহত হয়েছেন ঘটনাটি সত্য নয়। তবে এই বিষয়ে তালেবানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি।

পূর্বের খবরটি সম্পূর্ণ সংশোধন করা হয়েছে

/এমআর/

/এএ/এমওএফ//এমআর/
সম্পর্কিত
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সড়কের মাঝখানে একাধিক গাছ!
সার্কের বিকল্প নতুন জোট গঠনের উদ্যোগ পাকিস্তান-চীনের: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’