X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শাহরুখপুত্রের জামিন আবেদন খারিজ

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ২১:৩০আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২১:৩০

মাদক মামলায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। বুধবার জামিন শুনানিতে আদালত বলেছেন, হোয়াটসঅ্যাপের কথোপকথনে অবৈধ মাদক কর্মকাণ্ডে তার জড়িত থাকার প্রমাণ দেখা গেছে এবং তাকে জামিন দিলে তদন্ত বাধাগ্রস্ত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

২৩ বছর বয়সী আরিয়ান খান মাদক মামলায় এক নম্বর অভিযুক্ত। ৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে রয়েছেন তিনি। বুধবার জামিন আবেদন খারিজ হওয়াতে আপাতত কারাগারেই তাকে থাকতে হচ্ছে। তার আইনজীবী জানিয়েছেন, জামিনের জন্য বোম্বে হাই কোর্টে যাবেন তারা।

২ অক্টোবর মুম্বাইয়ে একটি ক্রুজ শিপ পার্টিতে অভিযান চালিয়ে আরিয়ানসহ আট জনকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন তার বন্ধু আরবাজ মার্চেন্ট ও মডেল মুনমুন ধামেচা। এই মামলার তদন্তের অংশ হিসেবে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।

জামিন শুনানিতে আরিয়ান খানের আইনজীবী সতিশ মানেশিন্দে ও অমিত দেশাই দাবি করেন, তার কাছ থেকে কোনও মাদক উদ্ধার করা হয়নি। তবে এনসিবি আদালতে জানায়, তার হোয়াটসঅ্যাপের চ্যাট প্রমাণ করে তিনি একটি আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত এবং অনেক বছর ধরে মাদক সংগ্রহ করছেন।

গত শুক্রবার ছেলের সঙ্গে শেষবার ভিডিও কলে কথা বলেছেন শাহরুখ খান ও গৌরি খান। বুধবার জামিন আবেদন খারিজ হওয়ার বিষয়ে এই দম্পতির প্রতিক্রিয়া জানা যায়নি। অভিনেতা সালমান, হৃতিক রোশান ও চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান, প্রকাশ ঝাসহ অনেকেই আরিয়ান খানের সমর্থনে সরব হয়েছে।

এই মাদক মামলা ঘিরে মহরাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়ে পড়েছে। কয়েকজন রাজনীতিক অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে এনসিবি সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি পাল্টা অভিযোগ করে বলেছে, তথাকথিত বলিউড মাদক মাফিয়াতে মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিব সেনা ও এনসিপি’র স্বার্থ রয়েছে।

/এএ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়