X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মুগদা হাসপাতালে এসি বিস্ফোরণে নার্সসহ দগ্ধ ৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৭:৩৩আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৭:৩৩

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ষষ্ঠ তলায় এসি বিস্ফোরণে স্টাফ-নার্সসহ ৯ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে অ্যাম্বুলেন্সে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। পরে তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন নার্স মনিকা পেরেরা (৪০), তার শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া মেরী (২৬) ২০ শতাংশ, রুমি খাতুন (৩১) ৮ শতাংশ এবং শাহিনা আক্তার (৪০) ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন।  দগ্ধদের মধ্যে আরও রয়েছেন ওয়ার্ড বয় নাজমুল হক (২১), কার্ডিওগ্রাফার জহিরুল মজুমদার (৩০), সাইদুল ইসলাম (৩৮), আলমগীর (২৬),ওমর ফারুক (৩০)।

এদের মধ্যে দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের অবজারভেশনে রাখা হয়, পরে তাদের ওয়ার্ডে পাঠানো হবে। আবার কয়েকজনকে ঢামেক হাসপাতালে রেফার করা হয়েছে।

শেখ হাসিনা বার্নের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এসব তথ্য জানান। 

দগ্ধ একজন ওয়ার্ড বয় নাজমুল জানান, তিনি আগুনের সময় ফ্লোর ঝাড়ু দিচ্ছিলেন, হঠাৎ বিকট শব্দে গ্লাস ভেঙে যায়। তিনি বলেন, ‘মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলো।’

নার্স রুমী খাতুন বলেন, ‘আমি আইসিইউতে ডিউটি করি। কোভিড থেকে নন-কোভিড করা হচ্ছিল। সেখানে কোনও রোগী ছিল না। আমি করিডোরে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে নামার জন্য বের হচ্ছিলাম, ততক্ষণে আগুনে আমার শরীর দগ্ধ হয়ে যায়।’

টিকা নিতে আসা সাইদুল জানান, তিনি তার পরিচিত একজনকে খোঁজ করতে ষষ্ঠ তলায় গিয়েছিলেন। তখন তিনি আহত হন।

ওই হাসপাতালের ইকো টেকনিশিয়ান তাহাজুদ মিয়া বলেন, ‘আইসিইউ, ক্যাথল্যাবসহ তিনটি ইউনিট একই ফ্লোরে। সেখানে সংস্কারে কাজও চলছিল। এসি বিস্ফোরণে আগুন লাগতে পারে বলে ধারণা করছি।’

 

/এআইবি/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক