X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অভ্যন্তরীণ সমস্যা ভুলে একসঙ্গে সংগ্রামের অনুরোধ মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৬:০৪আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬:০৪

সমমনা রাজনৈতিক দলগুলোকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সবাইকে অনুরোধ করবো- এই মুহূর্তে আমরা আমাদের ছোট-খাটো সমস্যা ভুলে যাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল তা আবারও ফিরিয়ে আনার জন্য একটা লড়াই-সংগ্রাম করি।’

শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অলি আহমদ স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে উদ্দেশ্যে করে এসব আহ্বান জানান ফখরুল।

সব রাজনৈতিক দলকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা লড়ছি। আমরা তাদের কাছে এইটুকু আশা করবো, আপনারা বলেছেন গণতন্ত্রের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আছেন। আমরা সবাই একসঙ্গে এ লড়াইয়ে আসি, তারপর যার যেটা পাওনা সেটা বুঝে নিবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘এই দেশকে এখন আওয়ামী লীগ সরকার সর্বনাশ করে ফেলেছে। এরা বিভাজন এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যেখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যায়। এই বিভাজন এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে এখন মানুষকে একেবারে আইসোলেট করে ফেলেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন একটা গালিতে পরিণত হয়েছে।’

‘সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ অবস্থা বর্তমানে বাংলাদেশে’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘নির্মম একটা রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। এখানে মানুষকে হত্যা করতে কোনও সময় লাগে না। মানুষকে নির্যাতন করতে কোনও সময় লাগে না। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেই চেষ্টা আমরা করছি।’

‘গত ১৪ বছর ধরে আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করছি’ জানিয়ে ফখরুল বলেন, ‘আমাদের ৩৫ লাখ মানুষের ওপর মিথ্যা মামলা হয়েছে, গায়েবি মামলা হয়েছে, রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। আমাদের ৫০০ এর উপর নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে, সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে। তারপরও কিন্তু এখন পর্যন্ত আমরা হাল ছেড়ে দেইনি, আমরা লড়ছি। আমরা সংগ্রাম করছি এবং যে পথে চলতে চাই, সে পথেই চলছি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

/এসও/এমএস/
সম্পর্কিত
আনু মুহাম্মদের সুস্থতা কামনায় মির্জা ফখরুল
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা