X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এখন সবার আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৬:১৯আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬:১৯

আগের সরকারগুলোর আমলে বিদ্যুৎ মাঝে মাঝে আসতো। আর এখন হঠাৎ কখনও যায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘সবসময় বিদ্যুৎ থাকে। এটিই হলো শেখ হাসিনার নেতৃত্বের সৌন্দর্য। মানুষের যা প্রয়োজন, উন্নয়নের জন্য যা প্রয়োজন তার সবকিছুই তিনি করছেন। এখন সবারই আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এ জন্য আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ৯৬ সালে প্রথম সরকার গঠন করেছিলেন, তার আগের ১০০ বছরে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৬০০ মেগাওয়াট। শেখ হাসিনার ১৭ বছরে প্রায় ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটিকেই বলে নেতৃত্ব। এই নেতৃত্বর ফলে বাংলাদেশ আজ এ অবস্থানে এসেছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পাঁচ বছরে ১৬০০ মেগাওয়াট থেকে চার হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিলেন। পাঁচ বছরে বিদ্যুৎ উৎপাদন করেছিলেন প্রায় তিনগুণেরও বেশি। এরপর বিএনপি জামায়াতের পাঁচ এবং অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের দুই মিলিয়ে সাত বছরে বিদ্যুৎ উৎপাদন বাড়াতো দূরে থাক, তা কমে হলো তিন হাজার ৮০০ মেগাওয়াট। এই হলো বিএনপি-জামায়াত এবং সুশীলদের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই তিন হাজার ৮০০ মেগাওয়াট থেকে প্রায় ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুতে উন্নীত করেছেন। তিনি যোগ্য পিতার যোগ্য কন্যা।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু বিষয়ে আমাদের নিজেদের একটু সচেতন ও সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ উৎপাদন করতে কিন্তু অনেক পয়সা লাগে। যে মূল্যে সরকার আমাদের বিদ্যুৎ দেয়, একেক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে তার চেয়ে আরও বেশি খরচ হয়। দেশে শুধু বিদ্যুৎ নয়, অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল-কলেজসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। নদীর তলদেশ দিয়ে চরে বিদ্যুৎ দেওয়া হয়েছে- এটি কেউ কোনও দিন চিন্তা করেছিল?’

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতাউর রহমান, চাঁদপুর পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালু, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
স্বাধীনতার ইতিহাস বেশি বিকৃত হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে: শিক্ষামন্ত্রী
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
সর্বশেষ খবর
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!