X
রবিবার, ২৯ জুন ২০২৫
১৫ আষাঢ় ১৪৩২

আয়কর আইন হবে বাংলায়: এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৮:৩৫আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮:৩৫

বাংলা ভাষায় সাজানো হচ্ছে আয়কর আইন। করদাতাদের সুবিধার্থে শিগগিরই এটি প্রণয়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই জনগণের মতামতের জন্য আইনটির খসড়া প্রকাশ করা হবে। শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) আলমগীর হোসেন এই তথ্য জানান। এখানে তিনি ডিজিট্যাক্স অ্যাপের উদ্বোধন করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) আলমগীর হোসেনের কথায়, ‘করহার কমানো ও প্রক্রিয়া সহজ না হলে করের আওতা বাড়বে না। তাই কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে করের হার কমানো হচ্ছে। কর প্রদান প্রক্রিয়া সহজ করে ইতিবাচক ফল পেয়েছি আমরা। ইতোমধ্যে ৬১ লাখ ব্যক্তি ই-টিআইএন নিবন্ধন নিয়েছেন।’

মানুষের মধ্যে কর দেওয়ার আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করেন আলমগীর হোসেন। তার মন্তব্য, ‘বিপুলসংখ্যক করদাতাকে প্রচলিত পদ্ধতিতে করসেবা দেওয়া সম্ভব নয়। করদাতাকে সেবা দিতে সব কিছু অনলাইনে আনা ও রিটার্ন দাখিল স্বয়ংক্রিয় পদ্ধতিতে করার বিকল্প নেই। এনবিআর অনেক আগেই এই উদ্যোগ নিয়েছে। আমরা অনলাইনের মাধ্যমে রিটার্ন ফরম পূরণ, দাখিল ও পেমেন্ট সিস্টেম চালু করছি। বেসরকারিভাবে ডিজিট্যাক্স এগিয়ে আসায় করসেবাকে ডিজিটাল করার উদ্যোগ আরও সহজ হবে।’

আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করতে দেশ ইউনিভার্সেল নামে একটি প্রতিষ্ঠান নিয়ে এসেছে ‘ডিজিট্যাক্স’ অ্যাপ। এর মাধ্যমে ব্যক্তিগত আয়কর রিটার্ন ফরম এবং সম্পদের হিসাব-নিকাশ এখন অনলাইনে পূরণ করা যাবে। ঘরে বসেই আয়কর পরিশোধ ও রিটার্ন ফাইল দাখিলের পাশাপাশি নেওয়া যাবে আয়কর সংক্রান্ত যেকোনও সেবা।

ডিজিট্যাক্সের মূল ফিচার বর্ণনা করেন প্রতিষ্ঠানটির টিম মেম্বার সৈয়দা নুসরাত হায়দার, ‘আমাদের সিস্টেমে আইন অনুযায়ী স্বয়ংক্রিয় আয়কর গণনা পদ্ধতি রয়েছে, যাতে ব্যবহারকারীরা সহজেই আয়কর রিটার্ন প্রস্তুত করতে পারেন। ব্যবহারকারীদের সুবিধার্থে বাংলা ভাষায়ও সফটওয়্যারটি ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। করদাতা স্বয়ংক্রিয় পদ্ধতিতে রিটার্ন ফরম পূরণ করে নিজে আয়কর অফিসে জমা দিতে পারেন। কেউ চাইলে ডিজিট্যাক্সের পেশাদার আইনজীবীর মাধ্যমে রিটার্ন জমা দেওয়া যাবে।’

সৈয়দা নুসরাত হায়দার যোগ করেন, ‘ডিজিট্যাক্সের পদ্ধতি এনবিআরের সঙ্গে একীভূত করতে পারলে ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমে করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এতে কাগজে জমা দেওয়ার প্রয়োজন হবে না এবং সরকার ডাটা এন্ট্রি ছাড়াই রিয়েল টাইম আপডেট পাবেন বলে আশাবাদী তিনি।

শুভেচ্ছা বক্তব্যে ডিজিট্যাক্সের অ্যাডভাইজার ও দেশ ইউনিভার্সেলের নির্বাহী পরিচালক মোসারাত নাইমা বলেন, ‘ডিজিট্যাক্স একটি স্বয়ংক্রিয় ট্যাক্স রিটার্ন ফরম পূরণের ওয়েব অ্যাপ্লিকেশন। এতে নিবন্ধন করার পর করদাতা নিজের আয়ের তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবে কর গণনা হয়ে যাবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সভাপতি মাহমুদুল হাসান খসরু, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি একে এম আজিজুর রহমান, ডিজিট্যাক্সের পরিচালক গোলাম শাহরিয়ার রঞ্জু, ইআরএফ সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
এনবিআরের কমপ্লিট শাটডাউন, চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি বন্ধ
আন্দোলনকারীদের লাগাতার কর্মসূচি ঘোষণা
এনবিআরের অচলাবস্থা নিরসনে জরুরি হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
মুরাদনগরের ঘটনায় পুলিশের বিজ্ঞপ্তিতে ভিকটিমের পূর্ণাঙ্গ ঠিকানার ইঙ্গিত, ফেসবুকে সয়লাব 
মুরাদনগরের ঘটনায় পুলিশের বিজ্ঞপ্তিতে ভিকটিমের পূর্ণাঙ্গ ঠিকানার ইঙ্গিত, ফেসবুকে সয়লাব 
বাসা থেকে ডেকে নিয়ে ‘বন্ধুকে’ ছুরিকাঘাতে হত‍্যা
বাসা থেকে ডেকে নিয়ে ‘বন্ধুকে’ ছুরিকাঘাতে হত‍্যা
জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অভিযোগ
জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অভিযোগ
মুরাদনগরের ঘটনায় অভিযুক্ত ফজর আলী গ্রেফতার
মুরাদনগরের ঘটনায় অভিযুক্ত ফজর আলী গ্রেফতার
সর্বাধিক পঠিত
খুলনা প্রেসক্লাবে প্রেস সচিবকে ঘেরাও করে বিক্ষোভ
খুলনা প্রেসক্লাবে প্রেস সচিবকে ঘেরাও করে বিক্ষোভ
বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি এয়ারক্র্যাফট, যাচ্ছেও ২টি
বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি এয়ারক্র্যাফট, যাচ্ছেও ২টি
বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন অফিস সহকারী হয়ে, বেরোলেন এমবিএ’র সনদ নিয়ে
বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন অফিস সহকারী হয়ে, বেরোলেন এমবিএ’র সনদ নিয়ে
মুরাদনগরে ধর্ষণের অভিযোগে হিন্দু নারীর মামলা
মুরাদনগরে ধর্ষণের অভিযোগে হিন্দু নারীর মামলা
সরকারি গাড়িতে দাওয়াতে গেলো ইউএনও’র পরিবার
সরকারি গাড়িতে দাওয়াতে গেলো ইউএনও’র পরিবার