X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ভারত ম্যাচের দল জানালো পাকিস্তান, বাদ পড়লেন যারা

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ১৯:৩৪আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৯:৩৪

উত্তেজনার ডালি সাজিয়ে হাজির হচ্ছে ভারত-পাকিস্তান লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের বহুকাঙ্ক্ষিত সাক্ষাৎ হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। দুই দলের উদ্বোধনই হচ্ছে একে অন্যের মুখোমুখিতে। আগামীকাল (রবিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে মঞ্চায়িত হবে প্রতিবেশী দুই দেশের ক্রিকেট লড়াই। দুবাইয়ের এই মহারণের জন্য পাকিস্তান ১২ জনের দল ঘোষণা করেছে।

বিশ্বকাপের পাকিস্তানের মূল স্কোয়াডের সদস্য সংখ্যা ১৫। সেখান থেকে বাদ পড়েছেন তিনজন। ভারত ম্যাচে খেলা হচ্ছে না সরফরাজ আহমেদ, মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নওয়াজের। এর অর্থ হলো, ভারতের বিপক্ষে তিন পেসার- শাহীন আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলীকে সঙ্গে নিয়েছে পাকিস্তান। স্পিন বিভাগে আছেন ইমাদ ওয়াসিম ও শাদাব খান। অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। ব্যাটার বাবর আজম, ফখর জামান, হায়দার আলী ও আসিফ আলী। আর উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান।

বিশ্বকাপে আসার আগেই বাবর জানিয়েছিলেন, তার বিশ্বাস এবার তারা হারিয়ে দেবেন ভারতকে। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের রেকর্ড ভালো না হওয়ার পরও আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক। বিশ্বকাপে কখনও ভারতকে হারাতে না পারলেও এবার ইতিহাস পাল্টাতে চায় পাকিস্তান। বাবর বলেছিলেন, ‘গত তিন-চার বছর আমরা সংযুক্ত আবর আমিরাতে খেলেছি, আর ভালো করেই জানি এখানকার কন্ডিশন সম্পর্কে। আমরা জানি উইকেটের আচরণ কেমন এবং কীভাবে ব্যাটারদের মানিয়ে নিতে হয়। ওইদিন যে ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। আমাকে যদি জিজ্ঞেস করেন তো বলবো, আমরাই জিতবো।’

ওয়ার্ম-আপ ম্যাচে পাকিস্তান দুই ম্যাচের একটিতে হেরেছে। অন্যদিকে ফর্মের তুঙ্গে থাকা ভারত দুটো ম্যাচেই পেয়েছে বড় ব্যবধানের জয়। এখন মূল মঞ্চে কোন দলের পারফরম্যান্স কেমন হয়, সেটাই দেখার।

ভারত ম্যাচে পাকিস্তানের ১২: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, হায়দার আলী, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, হারিস রউফ, হাসান আলী, শাহীন আফ্রিদি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ