X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এসডিজি অর্জনে ভূমিকা রাখবে উন্মুক্ত ডেটা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ০২:১৩আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৫:৫২

প্রয়োজনীয় ডেটা সঠিক সময়ে বিশ্লেষণ করে কাজে লাগাতে পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করা সম্ভব। এমন উদ্দেশ্য নিয়ে কাজ করছে এটুআই। বাংলাদেশের প্রথম ওপেন ডেটা সামিটের উদ্বোধনী বক্তা হিসাবে এসব কথা বলেন এটুআইয়ের ডেটা ইনোভেশন ইকোনমিস্ট কাওসার হোসেন সজীব।

তার উপস্থাপনার মধ্য দিয়ে শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয় তিন দিনব্যাপী ওপেন ডেটা সামিটের প্রথম দিন। অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত এই সামিট সঞ্চালনা করেন ডেটাফুল-প্রধান পলাশ দত্ত।

কাওসার হোসেন সজীব বলেন, ‘নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও ওপেন ডেটার সঠিক উপস্থাপন জরুরি।’

এ সময় তিনি বাংলাদেশ সরকারের ওপেন ডেটা স্ট্র্যাটেজির ভিত্তিতে ওপেন গভ. ডেটা পোর্টালসহ অন্যান্য সরকারি উদ্যোগ তুলে ধরেন।

দ্বিতীয় বক্তা হিসেবে সামিটে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডেপুটি ডিরেক্টর (ডেটা ম্যানেজমেন্ট) ও ফোকাল পয়েন্ট অফিসার (এসডিজি সেল) মো. আলমগীর হোসেন।

তিনি ওপেন ডেটা বিষয়ক মূলনীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘মানুষের তথ্য মানুষের জন্য উন্মুক্ত থাকা উচিত। দেশের প্রত্যেক নাগরিকের সেসব ডেটা পাওয়ার অধিকার আছে।’

এছাড়াও তিনি বাংলাদেশ সরকারের স্ট্যাটিস্টিক্যাল অ্যাক্ট-২০১৩ বিষয়েও আলোকপাত করেন।

সামিটে শিক্ষা ডেটা বিষয়ক বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান ডেটাফুলের ডেটা কিউরেটর শাকিল আহমেদ এবং ওপেন ইকোনমিক ডেটা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) প্রফেসর শাহ মো. আহসান হাবীব।

শাকিল বক্তব্যে বাংলাদেশ ব্যানবেইসের শিক্ষা ডেটার প্রাপ্যতা ও সীমাবদ্ধতা তুলে ধরেন।

সামিটের শেষ বক্তা হিসাবে প্রফেসর শাহ মো. আহসান হাবীব বাংলাদেশের মনিটরি ও ফাইন্যান্স সেক্টরের ডেটার প্রাপ্যতা নিয়ে কথা বলেন। তিনি ইকোনমিক ডেটার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ডেটার প্রাচুর্যের বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করে ডেটাফুলের ফেসবুক পেজ। রবিবার (২৪ অক্টোবর) সামিটের দ্বিতীয় দিন শুরু হবে সকাল ১০টায়।

রবিবারের সেশনগুলো হলো, উন্মুক্ত ডেটা ও সাংবাদিকতা, উন্মুক্ত ডেটা ও গবেষণা, উন্মুক্ত ডেটা ও পুষ্টি, উন্মুক্ত ডেটা, সাংবাদিকতা ও ফেইক নিউজ, ডেটা লিটারেসি। এদিন অংশগ্রহণ করবে ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট ও ডিডব্লিউ অ্যাকাডেমি।

বিজ্ঞপ্তি

 

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী