X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

তবু লিটনের দায় দেখছেন না মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ২২:৪৩আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:৫৬

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচ মিস করেছেন লিটন দাস। আর তাতেই ম্যাচ চলে যায় শ্রীলঙ্কার পক্ষে। যদিও এই দুই ক্যাচ মিসের জন্য লিটনকে দায় দিচ্ছেন না মুশফিকুর রহিম।

রবিবার (২৪ অক্টোবর) শারজায় শুরুতে দারুণ ফিল্ডিং করেছিলেন লিটন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে এসে দুই ক্যাচ মিস করে খলনায়ক বনে যান তিনি। 

ইনিংসের ১৩তম ওভারে আফিফ হোসেনের হাতে বল তুলে দেন মাহমুদউল্লাহ। নিজের তৃতীয় বলে স্কয়ার লেগে উড়িয়ে মারতে গিয়ে লিটন হাতে ক্যাচ তুলে দেন। কিন্তু সেটি ধরতে তো পারেননি, উল্টো বাউন্ডারি দিয়ে দেন লিটন।  ১৪ রানে জীবন পাওয়া রাজাপাকসে থামেন ৩১ বলে ৫৩ রান করে। শুধু রাজাপাকসের নন, ক্যাচ মিস করেছেন চারিথ আসালাঙ্কারও। মোস্তাফিজের বলে ৬৩ রানে আসালাঙ্কার ডিপ কভারে ক্যাচ ছাড়েন লিটন। ক্যাচটি ধরতে পারলে হয়তো ম্যাচটি নিজেদের করে নিতো পারতো বাংলাদেশ। ৬৩ রানে জীবন পাওয়া আসালাঙ্কাকে শেষ পর্যন্ত ৮০ রানে অপরাজিত থাকেন।
 
মুশফিকুর রহিম দুটো ক্যাচকে টার্নিং পয়েন্ট বললেও হারের দায় কারও ওপর দিচ্ছেন না, ‘আমি মনে করি দায় দেওয়ার কিছু নাই। একটা ম্যাচ খেললে ছোটখাটো ভুল থাকে, অনেক কিছু আবার ইতিবাচক থাকে। আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ ছিল দুটি ক্যাচ। লিটন খুবই ভালো ফিল্ডার, সাধারণত আমার কাছে এলে ভিন্ন বিষয় ছিল, আমি হয়তো ওরকম মানের ফিল্ডার না। কিন্তু লিটন দলের অন্যতম সেরা ফিল্ডার। ওই সময় চাপের মুহূর্ত ছিল, গুরুত্বপূর্ণ সময় ছিল। দুটো বাঁহাতি ব্যাটসম্যান ব্যাট করছিল। একটা জুটি হয়ে গিয়েছিল, আমাদের ব্রেক থ্রো দরকার ছিল।'

মুশফিক নির্দিষ্ট কাউকে দায় দিতে নারাজ। তার মতে, ছোটখাটো কিছু ভুলেই ম্যাচ হারতে হয়েছে, ‘ওরা পাওয়ার প্লের ছয় ওভার খুব ভালো ব্যবহার করেছে। সাকিবের ওই ওভারে মোমেন্টাম এসেছিল। সব মিলিয়ে বলবো দায় ঠিক না। আমরা ছোটখাটো কিছু ভুল করেছি। সেজন্য আমরা আসলে জিততে পারিনি।’ 

/আরআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার