X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে দুই শিশু যৌন নির্যাতনের শিকার, অভিযুক্তরা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ০০:০৯আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০০:০৯

রাজধানীর মিরপুর ও দক্ষিণখানে পৃথক ঘটনায় দুই শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে সংশ্লিট থানার পুলিশ।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পারুল খান জানিয়েছেন, মিরপুরের বড়বাগ এলাকায় শিশুটির একটি মা মেসে কাজ করেন। মাঝেমধ্যেই শিশুটিকে সেখানে নিয়ে যান।

গত ১৯ অক্টোবর শিশুটিকে নিয়ে কাজে যান। সেখানে পাশেই হোমিও ওষুধ বিক্রি করেন আব্দুল কাদের (৫৫) নামে এক ব্যক্তি। শিশুটি তাকে নানা বলে ঢাকতো। ওই দিন শিশুটি খেলা করছিল, তখন ওই হোমিও ওষুধ বিক্রেতা তাকে আদর করার নামে যৌন নির্যাতন করে। বিষয়টি তার মা প্রথমে বুঝতে পারেননি। পরে শিশুটির অসুস্থতা বোধ করলে তাকে জিজ্ঞাসা করলে সে তার মাকে জানায়। পরে তার মা থানায় অভিযোগ করেন।

এসআই বলেন, ‘আমরা শারীরিক পরীক্ষা জন্য ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)ভর্তি করেছি। অভিযুক্ত আব্দুল কাদেরকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।

অপর দিকে, দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) রিজিয়া খাতুন জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে বাড়ির মালিক মুক্তা বেগম ভাড়াটিয়া কিশোরী (১৫) কে বলেন, একই এলাকার প্রতিবেশী আলামিন (২৫) এর কাছ থেকে একশত টাকা নিয়ে আসো। পরে কিশোরী কিছুই বুঝতে পারেনি, সে পাশেই একটি পরিত্যক্ত বাড়িতে যায়। সেখানে আলামিন তাকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে, সে বাধা দিতে জোরাজুরি করায় প্রথমে মারধর করে, এক পর্যায় জোরপূর্বক ধর্ষণ করেন। সে সময়ে আলামিনের দুই সহযোগী গেইটে পাহারা দেয়। পরে কিশোরী নিজেই থানায় এসে মামলা করেন।

তিনি বলেন, আমরা অভিযুক্ত আলামিনকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছি। আর ভিকটিম কে শারিরীক পরিক্ষার জন্য ঢামেক হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে।

/এআইবি/এআরআর/জেজে/
সম্পর্কিত
শিক্ষার্থীর আত্মহত্যা: জবিতে মশাল মিছিল, ৭ দিনের আলটিমেটাম
গাজায় এখন আর ‘স্বাভাবিক শিশু’ জন্ম নিচ্ছে না: জাতিসংঘ
২০২২ সালে বিশ্বে শিশুমৃত্যুর হার সর্বনিম্নে: জাতিসংঘ
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই