X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ১০ সাংবাদিক পেলেন মিডিয়া ফেলোশিপ

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ০২:৩৯আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০২:৩৯

সাতক্ষীরায় অ্যাকশন ফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ সাংবাদিককে 'মিডিয়া ফেলোশিপ- ২০২১ দেওয়া হয়েছে। এ উপলক্ষে দৈনিক পত্রদূত ও এনজিও সংস্থা হেডের আয়োজনে অ্যাডভোকেসি সভা ও সনদ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দৈনিক পত্রদূতের উপদেষ্টা মন্ডলীর সভাপতি সাবেক অধ্যক্ষ মো. আনিসুর রহিমের সভাপতিত্বে সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

প্রধান অতিথি বলেন, আমাদের সমাজে নারী ও শিশু শ্রমিকরা কর্মক্ষেত্রে ন্যায্য মজুরি পায় না। সে জন্য মালিকপক্ষকে শ্রমিকদের নিয়োগপত্র ও কর্মশোভন পরিবেশ সৃষ্টি করতে হবে বলেও মনে করেন তিনি।

দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, শরিফুল্লাহ কায়সার সুমন, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন ও পত্রদূতের বার্তা সম্পাদক এস এম শহিদুল ইসলাম।

উপযুক্ত কাজের পরিবেশ, নারী ও শিশু শ্রমিকদের মজুরি বৈষম্যসহ নানা বিষয় উঠে আসে রিপোর্টিংয়ের মাধ্যমে। এর আগে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা দুই দিন প্রশিক্ষণ নিয়ে মাসব্যাপী রিপোর্টিংয়ে অংশ নেন।  

ফেলোশিপ পাওয়া ১০ সাংবাদিক হলেন দৈনিক যুগান্তর ও এনটিভির জেলা প্রতিনিধি সুভাস চৌধুরী, জনকণ্ঠের মিজানুর রহমান, সময়ের খবরের রুহুল কুদ্দুস, পত্রদূতের বার্তা সম্পাদক এস এম শহিদুল ইসলাম, মোহনা টিভির মো. আব্দুল জলিল, খোলা কাগজের ইব্রাহিম খলিল, চ্যানেল নাইনের কৃষ্ণ মোহন ব্যানার্জী, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, পত্রদূতের নাজমুল শাহাদাৎ জাকির ও ইব্রাহিম খলিল।

তাদের ফেলোশিপের জন্য মনোনীত করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে থেকে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে প্রথম হন বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, দ্বিতীয় হন দৈনিক বাংলার এসএম শহীদুল ইসলাম এবং তৃতীয়  মোহনা টিভির মো. আব্দুল জলিল।

/এএম/এলকে/
সম্পর্কিত
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বশেষ খবর
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত