চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগে তার ছেলে মমিন দেওয়ানকে (৪২) আটক করা হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ালীর দেওয়ান বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, মমিন বাইরের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন। বাড়ি ফিরে মা ও পরিবারের লোকদের হত্যার হুমকি দিতেন। বুধবার ভোরে ঘুমের মধ্যে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ছবি দেখে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাটিরগাঁও এলাকা থেকে মমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা।
৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম বলেন, আমি শুনেছি মমিন মানসিক রোগী। আর্থিক সংকটের কারণে তার স্ত্রী চলে গেছে। এ কারণে হতাশায় ছিল। এর আগেও এক নারীকে হত্যার অভিযোগে অনেকদিন জেলে খেটেছে মমিন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান, আজ রাত ৩টা থেকে ৪টার দিকে ধারালো দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় মমিন। এর আগে একটি হত্যা মামলায় জেলে ছিলেন তিনি। গত তিন মাস আগে জামিনে বের হন। এরপর মা ও ভাগনিকে মেরে ফেলার হুমকি দিতে থাকেন। তাদেরকে মারধরও করতেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।