X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সবুজায়নে সৌদি আরবকে সহায়তা দিতে চায় বাংলাদেশ

শেখ শাহরিয়ার জামান
১১ নভেম্বর ২০২১, ২১:০৪আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২১:০৭

সৌদি আরবের সঙ্গে সম্পর্কের পরিধি আরও বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য সবুজায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কারণ এ খাতে বাংলাদেশের সাফল্য রয়েছে। মরুর দেশ সৌদি আরবে প্রযুক্তি, প্রশিক্ষণ, বৃক্ষ সরবরাহসহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে সরকারের।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বাংলা ট্রিবিউনকে বলেন, 'রিয়াদের একটি প্রকল্প আছে 'সৌদি গ্রিন ইনিশিয়েটিভ' এবং এর অধীনে তারা দেশটিকে সবুজায়ন করতে চায়। সবুজায়নের ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে এবং এজন্য তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছে।’

তিনি বলেন, সম্প্রতি তারা চিঠিতে জলবায়ু পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করে ওই দেশের সবুজায়নে বাংলাদেশ সহায়তা করতে পারবে কিনা জানতে চেয়েছে।

এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে জানিয়ে তিনি বলেন, সৌদি আরবের তিনটি উদ্যোগ আছে। প্রথমটি বনায়ন, দ্বিতীয়ত গ্রিন জ্বালানি ও তৃতীয়ত ল্যান্ড রিক্লেমেশন। বনায়ন ও গ্রিন জ্বালানিতে বাংলাদেশের যথেষ্ট দক্ষতা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে কিভাবে বনায়ন করা হয়েছে সে বিষয়ে তাদের কর্মকর্তারা এখানে এসে শিখতে পারে বা আমাদের কর্মকর্তারা সেখানে গিয়ে তাদের প্রশিক্ষণ দিতে পারে।

গৃহস্থালিতে ব্যবহারের জন্য সবচেয়ে বেশি সোলার হোম সিস্টেম বাংলাদেশে ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞতা অনেকের থেকে বেশি বলে তিনি জানান।

কেন বাংলাদেশের সহায়তা

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হলেও এখানে অনেক সাফল্যের গল্প রয়েছে যা অন্য অনেক দেশে প্রয়োগ করা সম্ভব। এই সাফল্যগুলো এখন বিশ্বে শুধু তুলে ধরা নয়, এটি থেকে অন্য দেশ যেন উপকৃত হতে পারে সেটিও চায় বাংলাদেশ।

মাশফি বিনতে শামস বলেন, ‘কূটনীতিতে একটি বড় কাজ হচ্ছে দেশের সাফল্য তুলে ধরা এবং সেটি যদি অন্য দেশে প্রয়োগ করা সম্ভব হয় সেটির ব্যবস্থা করা। বাংলাদেশের কৃষিখাতে সাফল্য বা ডিজিটাল বাংলাদেশ যার মাধ্যমে আমরা দেশের স্থানীয় পর্যায়ে ইন্টারনেটসহ অন্যান্য সুবিধা নিয়ে যেতে পেরেছি সেটি অনেক দেশে প্রয়োগ করা সম্ভব।‘

এটুআই’র স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন পুলিশে খবর দেওয়ার জন্য ‘৯৯৯’ তৈরি করেছে যা অন্যদেশেও ব্যবহার করা সম্ভব বলে তিনি জানান।

তিনি বলেন, আমাদের বিশেষজ্ঞ দক্ষতা যদি অন্য দেশের উপকারে আসে সেটির জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

দ্বিতীয় আরেকটি বড় কারণ হচ্ছে‑ সৌদি আরব বাংলাদেশের একটি বন্ধু দেশ এবং সেখানে আমরা বড় আকারে কাজ করতে চাই বলে তিনি জানান।

তিনি বলেন, সৌদি আরবে বনায়ন বা কৃষি কাজ করা বাংলাদেশের জন্য কিছুটা সহজ, কারণ সেখানে অনেক বাংলাদেশি কাজ করে এবং তাদেরকে হয়তো একাজে ব্যবহার করা সম্ভব হবে।

মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বাংলাদেশিরা কাজ করে বিভিন্ন ফসল ফলাচ্ছে এবং তাদের মাধ্যমে কৃষিখাতে কাজ করাটা তুলনামূলক সহজ বলে মনে করেন মাশফি বিনতে শামস। 

তিনি বলেন, আমাদের চেষ্টা থাকবে বাংলাদেশের প্রযুক্তি অন্যদেশে প্রয়োগ করে তাদের আর্থ-সামাজিক বা অন্য যেকোনো ধরনের উপকার করা এবং সেই চিন্তা থেকে আমরা একাজ করছি।

/এমএস/
সম্পর্কিত
নয় বছরে প্রথম ওমরাহ, ইরানি দলের সৌদি আরব যাত্রা
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
ইরানের পাল্টা হামলার হুমকিতে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা