X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

প্রসঙ্গ নাঈম, মুমিনুলের ব্যাখ্যাও অস্পষ্ট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ১৮:১৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮:১৩

ঘরোয়া ক্রিকেটে ২১ মাস ধরে লংগার ভার্সনের কোনও ম্যাচ খেলা হয়নি নাঈম শেখের। লাল বলের ক্রিকেটে তার পরিসংখ্যানও হতাশাজনক। তারপরও পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের ২০ জনের দলে তার সুযোগ হয়েছে। এই অন্তর্ভুক্তিতে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যেহেতু টিম ম্যানেজমেন্টের বড় একটি অংশ অধিনায়ক, তাই প্রশ্নটা মুমিনুল হকের কাছে অবধারিতভাবেই গেলো। কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতো মুমিনুলও নাঈমকে স্কোয়াডে রাখার অস্পষ্ট ব্যাখ্যা দিলেন।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ২০ জনের স্কোয়াডে ঘোষণা করে বিসিবি। সেখানে বিস্ময়করভাবে ছিলেন নাঈম। সাইফ হাসান টাইফয়েডে ছিটকে যাওয়ায় সেই স্কোয়াড এখন ১৯ জনের। কাউকে দলে নেওয়া কিংবা বাদ দেওয়ার বিষয়ে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে থাকে। এই সিদ্ধান্তের সঙ্গে অধিনায়ক হিসেবে মুমিনুলের কতটা সম্পৃক্ততা আছে, এমন প্রশ্নে বাঁহাতি ব্যাটার জানালেন, ‘অবশ্যই দল সাজানো থেকে শুরু করে কে খেলবে না খেলবে, কারা ঢুকছে না ঢুকছে, এই ব্যাপারে আমিই ভূমিকা রাখি। অনেক কিছু আমার মাধ্যমেই আসে। টস জেতা, কে খেলবে না খেলবে ইত্যাদি সব।’

মুমিনুলের কথাতেই স্পষ্ট নাঈমকে দলে ডাকার পেছনে তার ভূমিকা রয়েছে। মুমিনুলও স্বীকার করলেন সেটি। কিন্তু যে ব্যাখ্যা দিলেন তাতে পরিষ্কার হলো না, ‘সত্যি বলতে আমার আর কোনও ব্যাকআপ ওপেনার নেই। নাঈমের কথা যেটা বললেন, একটা খেলোয়াড় আন্তর্জাতিক খেলার ভেতরে আছে। হঠাৎ একটা খেলোয়াড়কে ঘরোয়া ক্রিকেট থেকে এনে খেলানোটা তার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। নাঈম শেখের কথা যেটা বললেন এক-দেড় বছরে চার দিনের ম্যাচ খেলেনি। গত এক দেড় বছরে টি-টোয়েন্টি খেলা ছিল, বাকি সময়টাতে কোভিডের কারণে কেউই খেলতে পারেনি।’

লাল বলের ক্রিকেট এবং সাদা বলের ক্রিকেটে বিস্তর পার্থক্য। বোলারদের আলাদা আলাদা পরিকল্পনা থাকে। লাল বলে মুভমেন্ট থাকে অনেক। এই অবস্থায় লাল বলের ক্রিকেটে নাঈমকে বিবেচনা করা কতটা যুক্তিযুক্ত? মুমিনুল বললেন, ‘লাল বল, সাদা বল অবশ্যই ম্যাটার করে। কিন্তু আপনার যখন ব্যাকআপ ওপেনার থাকবে না, তখন আল্টিমেটলি যে খেলার ভেতরে থাকবে অনুশীলন করিয়ে ক্যারি করবেন।’

অথচ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে জাতীয় লিগ ও বিসিএলের মতো টুর্নামেন্ট আছে। সদ্য সমাপ্ত জাতীয় লিগের ৬ রাউন্ড খেলেছেন ক্রিকেটাররা। টেস্ট ব্যাকআপ বিবেচনায় সেখান থেকেও কাউকে নেওয়া যেতো। যদিও মুমিনুল জানালেন, খেলার ভেতরে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ, ‘(ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রা) বিবেচনায় আসে না, তা না। আমার কাছে মনে হয় যে, খেলার ভেতর থাকাটা গুরুত্বপূর্ণ জিনিস।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
রংপুরে যোগ দিয়ে মুমিনুল, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো’
আপনারা হয়তো প্রতি ম্যাচে দুইশ আশা করেন: মুমিনুল
২৯ ইনিংস পর মুমিনুলের সেঞ্চুরি
সর্বশেষ খবর
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
ডিআইইউ’তে বুধবার জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
ডিআইইউ’তে বুধবার জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর
কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল