X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বড় ভাই মাশরাফির পথেই মোরসালিন

রায়হান মাহমুদ
২৪ জানুয়ারি ২০১৬, ১৭:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৮:০৮

বড় ভাই মাশরাফির পথেই মোরসালিন বড় ভাই মাশরাফি বিন মুর্তজা বিশ্বখ্যাত ক্রিকেটার। আর বিশ্বখ্যাত বলেই নির্বাচিত হয়েছেন উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার। তারই পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে নাম লিখিয়েছেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা। বড় ভাইয়ের মতো তিনিও ডান হাতি পেসার, শক্ত সামর্থ্য শারীরিক গঠন। বলে আছে গতির কারিকুরীও। রবিবার শুরু হয়েছে ইউল্যাব ফেয়ার প্লে ক্রিকেট। আর সেই টুর্নামেন্টেই ইউল্যাবের হয়ে খেলছেন মোরসালিন।
ইউল্যাবের হয়ে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিপক্ষে চার ওভারে বিশ রান দিয়ে মোরসালিন নিয়েছেন একটি উইকেট। ইয়র্কার লেংথের একটি বলে উইকেটটি নেন তিনি। শেষ দিকে ডিপ মিড উইকেটে একটি ভালো ক্যাচও নেন মোরসালিন।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র মোরসালিন নিজের কথা বলতে গিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাঝখানে একটু দূরে সরে গিয়েছিলাম ক্রিকেট থেকে। এটা আমারই ভুল, নাহলে হয়তো এখন পুরোদস্তুর ক্রিকেটারই থাকতাম। যাই হোক, সময় শেষ হয়ে যায়নি। আমি নিজেকে প্রস্তুত করছি।’

ম্যাচ শেষে মোরসালিন নিজের ক্রিকেটার জীবনের গল্প করতে গিয়ে আরও বলেন, ‘আমি ২য় বিভাগে চার মৌসুম আগে উদয়াচল ক্লাবের হয়ে সর্বাধিক উইকেট শিকারি বোলার ছিলাম। প্রথম বিভাগে খেলেছি আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে। তিন মৌসুম আগে প্রিমিয়ার বিভাগে খেলার কথা ছিল ওল্ড ডিওএইচএসের হয়ে। খালেদ মাহমুদ তখন দলের কোচ, সেবার বগুড়ায় হচ্ছিল প্রিমিয়ার ক্রিকেট। জাতীয় দলের খেলোয়াড়রা তখন বিদেশে ছিল। শেষ পর্যন্ত রুবেল হোসেন ও ডলার মাহমুদ ফিরে আসায় পুরো মৌসুম আমার শুধু নেটেই কাটাতে হয়। এরপর মনোসংযোগ হারিয়ে ফেলি আমি। যাই হোক এখন আবার চেষ্টা করছি ট্র্যাকে ফেরার। মোটিভেশন হারাইনি।’

মোরসালিন বিন মুর্তজা। বড় ভাইয়ের সঙ্গে কথাবার্তা নিয়মিতই হয় তবে মোরসালিন চান নিজ যোগ্যতায় এগিয়ে যেতে- ‘হ্যাঁ, মাঝেমধ্যে মাশরাফির ভাই হিসেবে পরিচিত হই। তবে মাঠেতো প্রমাণ করতে হবে আমার যোগ্যতা কতুটুকু। আমি তাই নিজেকে নিয়েই ভাবি।’
নিজে পেসার, তাই স্বাভাবিকভাবেই গতির বোলারদেরই পছন্দ মোরসালিনের। এ প্রসঙ্গে বলতে গিয়ে মোরসালিন আরও বলেন, ‘শেন বন্ড ও ব্রেট লি আমার প্রিয় বোলার। আমার ইচ্ছে তাদের গতিতে বল করা। উঁচু দরের কোচিং এখনও পাইনি আমি। পেলে হয়তো বুঝতে পারতাম আর কী কী করার ক্ষমতা আছে। আমি ইতিবাচকভাবেই সামনে তাকিয়ে আছি।’
উল্লেখ্য, মোরসালিন বিন মুর্তজা; মাশরাফির নয় বছরের ছোট এবং একমাত্র ভাই।
/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বরগুনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
বরগুনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু, গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের তোড়জোড়
যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু, গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের তোড়জোড়
আরও ১৩ জনের করোনা শনাক্ত
আরও ১৩ জনের করোনা শনাক্ত
সুনামগঞ্জে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য
সুনামগঞ্জে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট