X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

রিয়াদে প্রবাসীদের জন্য সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের দাবি

অহিদুল ইসলাম, সৌদি আরব
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০২:১৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৬

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৌদি আরবের রিয়াদে একটি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করার জোর দাবি জানালেন প্রবাসীরা। রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৌদি পূর্বাঞ্চলীয় প্রদেশ এই আলোচনার সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ূম। প্রধান অতিথি ছিলেন দূতাবাসের ১ম সচিব মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন রিয়াদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.সেলিম ভূইয়া।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার কামরুল ইসলাম বলেন, সৌদি আরবে ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইউরোপ-আমেরিকার প্রত্যেকটি দেশের মিশনে প্রবাসী নাগরিকদের জন্য সাংস্কৃতিক কেন্দ্র থাকলেও বাংলাদেশ দূতাবাসে এর ব্যতিক্রম। তিনি আরও বলেন, বিষয়টি সম্পন্ন করতে দূতাবাসের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার।

অনুষ্ঠানে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।এ সময় ন্যানো বিজ্ঞানী ডক্টর রেজাউল করীম রিয়াদে বাংলাদেশ দূতাবাসে অস্থায়ী শহীদ মিনার তৈরির আহ্বান জানান। তিনি বলেন, পৃথিবীর প্রায় সব দেশে বাংলাদেশ মিশনে স্থায়ী কিংবা অস্থায়ী শহীদ মিনার তৈরি করে প্রবাসীদের জন্য পুষ্পস্তবক অর্পণের ব্যবস্থা করা হয়ে থাকে। সৌদি আরবে আইনগত অসুবিধা থাকলেও দূতাবাসের ভিতরে দেশের জাতীয় কর্মসূচি পালন করার ক্ষেত্রে শহীদ মিনার তৈরিতে বিধি-নিষেধ থাকার কথা নয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়াদে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সঞ্চালনায় ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার ভূইয়া।

সভাপতি আব্দুল কাইয়ূম প্রবাসে বাংলাভাষা চর্চার জন্য সংগঠনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, সৌদি আরব পূর্বাঞ্চলীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী সমর্থিত সংগঠনগুলোকে নিয়ে বাংলাভাষা চর্চা এবং এর বিস্তারে কাজ করে যাবে।

/এমএসএম/আপ-এআর/

সম্পর্কিত
শিক্ষার্থীদের সহায়তা দিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ের ২ মিলিয়ন ডলারের ‘স্টার্টআপ ফান্ড’
মেধাবীদের টানতে যুক্তরাজ্যের বিশেষ প্রকল্প, বাংলাদেশিদের জন্য সম্ভাবনা
কাতারে বাংলাদেশি নাগরিকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকার আহ্বান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল