X
শুক্রবার, ২৩ জুলাই ২০২১, ৮ শ্রাবণ ১৪২৮

সেকশনস

ইউনিয়ন পরিষদ নির্বাচন

আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় চায় না আ. লীগ

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১১:২৬

ইউপি নির্বাচন ও আওয়ামী লীগ প্রথম ও দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানদের ব্যাপারে ইতিবাচক মনোভাব থাকলেও আগামী ধাপের নির্বাচনগুলোতে দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসুক তা চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই নিয়ে সমালোচনার ভয়ে ভুগছেন ক্ষমতাসীনরা। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সংখ্যা যতো বাড়ছে সমালোচনার ভয় ততো বেশি জেঁকে বসতে শুরু করেছে আওয়ামী লীগের ভেতরে। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ক্ষেত্রে রাশ টানতে চায় দলটি। ক্ষমতাসীন দলের নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অর্ধেকের বেশি সংসদ সদস্য। এই নিয়েও সমালোচনার তুমুল ঝড় উঠে। এছাড়াও ডিসেম্বরে সমাপ্ত পৌর নির্বাচনেও ফেনীর পরশুরামসহ বেশ কিছু পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ওই পৌরসভাগুলোতেও প্রভাব বিস্তার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে এসব প্রার্থী ও তাদের সমর্থক দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে।
বিভিন্ন সূত্রে জানা য়ায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা আর বাড়তে দিতে চায় না শাসক দল। এ পদ্ধতিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের বাইরে আগামী ধাপগুলোতে যাতে আর কেউ এই সুযোগ না পায় সেজন্য নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইউপি নির্বাচন তদারকির দায়িত্বে থাকা দুই জন নেতা এ ব্যাপারে বাংলা ট্রিবিউনকে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক তা চায় আওয়ামী লীগ। কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসুক এটা আমাদের কাছে প্রত্যাশিত নয়। বিষয়টি ইতোমধ্যে আমরা গুরুত্বসহকারে নিয়েছি। আগামী ধাপগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসার সংখ্যা কমে আসবে।
ওই দুই নেতা আরও বলেন, এক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেও সহযোগিতার মনোভাব নিয়ে আসতে হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসা নিয়ে যে সমালোচনা চলছে তা একপেশে।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো আরও জানায়, বর্তমানে বিএনপির রাজনৈতিক যে দূরাবস্থা চলছে তাতে করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন নিতে পারলে চেয়ারম্যান নির্বাচিত হবেন-এটা নিশ্চিত। জনগণ এখন আওয়ামী লীগের ওপর বিশ্বাস স্থাপন করেছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রয়োজন নেই।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সমালোচনার একটি ক্ষেত্র সৃষ্টি করেছে। প্রতিপক্ষ গ্রুপটি নির্বাচন কমিশনেরও সমালোচনা করতে শুরু করেছে। মূলত নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সরকার বিরোধীরা। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বন্ধ করতে চায় আওয়ামী লীগ।
সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ চেয়ারম্যান নির্বাচিত হোক তা চায় না। অবশ্য, এক্ষেত্রে বিএনপি যদি মাঠ ছেড়ে দেয় তাহলে তো আর কিছু করার নেই। তিনি বলেন, আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত হলো প্রতিদ্বন্দ্বিতা করেই সবাইকে নির্বাচিত হয়ে আসতে হবে।

প্রথম ও দ্বিতীয় ধাপে এ পর্যন্ত প্রায় দুইশটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ইস্যুটি ইতোমধ্যেই রাজনৈতিক মহল ও সুশীল সমাজে সমালোচনার ঝড় তুলেছে। তবে ক্ষমতাসীনরা এই সমালোচনাকে নেহায়েৎ বিরোধিতা হিসেবে নিয়েছেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পর্যন্ত আমাদের দলের যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের প্রতিপক্ষ কেউ প্রার্থী হননি। এতে তো আওয়ামী লীগের সমালোচনার কিছু নেই। তিনি বলেন, কোনও রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার মতো নেতা না থাকলে আমরা তো জোর করে সে দলের কাউকে প্রার্থী করে দিতে পারি না। নাসিম বলেন, বিএনপির যে দৈন্যদশা চলছে তাতে করে সারাদেশে এই চিত্রই হওয়ার কথা।

জানতে চাইলে সভাপতিমণ্ডলীর অপর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, সমালোচনা বা সমালোচকদের আওয়ামী লীগ সমীহ করে, ভয় নয়। তিনি বলেন, আমরা চাই গঠণমূলক সমালোচনা। বিশেষ উদ্দেশ্য নিহিত থাকে এমন সমালোচনা আমরা চাই না। তিনি বলেন, কিন্তু দুঃখের বিষয় হল আমরা গঠনমূলক সমালোচনা দেখতে পাই না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর দেখতে চায় আওয়ামী লীগ। তবে কোনও রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রার্থী না হলে বা দলগুলো প্রার্থী খুঁজে না পেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ তো নির্বাচিত হবেই।  

তিনি আরও বলেন, আমরা চাই ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমুখর করে তুলতে সব দল দলীয় প্রার্থী দেবে। তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসার সুযোগ থাকবে না।    

এমএসএম /টিএন/

সম্পর্কিত

‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

হোয়াটস অ্যাপ ও জুমে আ.লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

হোয়াটস অ্যাপ ও জুমে আ.লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদে ঢাকাতেই থাকছেন বেশিরভাগ আ.লীগ নেতা

ঈদে ঢাকাতেই থাকছেন বেশিরভাগ আ.লীগ নেতা

টিকা নেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন ওবায়দুল কাদের

টিকা নেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন ওবায়দুল কাদের

‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

আপডেট : ২২ জুলাই ২০২১, ১৩:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতি অধিকতর মানবিক আচরণ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বেগম জিয়ার মামলা ও চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা এক ধরনের রহস্যময় আচরণ করছেন। তার মুক্তি ও চিকিৎসার চেয়ে রাজনীতি করতেই তারা বেশি আগ্রহী।’ বৃহস্পতিবার (২২ জুলাই) বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়াকে আপনারা নিজ নিজ পদ রক্ষার জন্য দাবার গুটি বানাবেন আর দায় চাপাবেন সরকারের ওপর, তা হতে পারে না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বয়সের কথা বিবেচনায় ঘরে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। বিএনপি নেতাদের শেখ হাসিনার মহানুভবতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা নেই বলেই পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বিএনপি।’ সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ নাকি কষ্টে আছে—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে দেশের জনগণ নয়, বিএনপিই তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণের ওপর দোষ চাপাচ্ছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘সময়ের পরীক্ষিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো আছে। দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপির গায়ে জ্বালা বাড়ে।’ ’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন ও আন্দোলনে বারবার পরাজিত বিএনপি নেতারা এখন মিডিয়ায় বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ।’ তিনি বলেন, ‘বিএনপির প্রতি জনগণের আস্থা নেই বলেই এখন তারা এটা সেটা বলে মাঠ গরম করার অপচেষ্টা করে যাচ্ছে, কর্মীদের চাঙা রাখার জন্য।’ দেশে গণতন্ত্র নেই—মির্জা ফখরুলের এমন অভিযোগ ভিত্তিহীন, পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় বলে মনে করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্র একটি বিবর্তনমূলক প্রক্রিয়া। রাতারাতি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না; বরং বিএনপিই গণতন্ত্র প্রতিষ্ঠায় পদে পদে বাধা দিচ্ছে। তারপরও চড়াই উতরাই অতিক্রম করে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে।’

তিমি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বেই এ দেশ মুক্তিযুদ্ধে বিজয়ী হয়। দেশ স্বাধীন হয়। এ দেশের সব অর্জন এবং মানুষের সুখ-দুঃখের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা।’

আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয়; বরং বিএনপিই এ দেশে প্রতিহিংসার রাজনীতির পথ প্রদর্শক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘পবিত্র ঈদের দিনেও বিএনপি নেতারা জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে মিথ্যাচার করছেন। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি নির্বাসনে!’ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, তারেক রহমান একজন দণ্ডিত আসামি। যদি নির্বাসনে মনে করেন তাহলে তিনি দেশে কেন ফিরে আসছেন না? তারেক রহমান নির্বাসনে নাকি মুচলেকা দিয়ে দেশত্যাগ করেছেন, তা কি বিএনপি নেতারা ভুলে গেছেন?’

দেশে জেল জুলুমের ভয় করলে রাজনীতি করছেন কেন? কেন তারেক রহমান নির্বাসনে গেলেন মুচলেকা দিয়ে, এসব প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘জনগণকে বোকা বানানোর দিন এখন আর নেই।’

 

/পিএইচসি/আইএ/

সম্পর্কিত

হোয়াটস অ্যাপ ও জুমে আ.লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

হোয়াটস অ্যাপ ও জুমে আ.লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

বিএনপি-জোট ছেড়ে আসা জমিয়তের নেতারা মুক্তি পেতে শুরু করেছেন 

বিএনপি-জোট ছেড়ে আসা জমিয়তের নেতারা মুক্তি পেতে শুরু করেছেন 

ঈদে ঢাকাতেই থাকছেন বেশিরভাগ আ.লীগ নেতা

ঈদে ঢাকাতেই থাকছেন বেশিরভাগ আ.লীগ নেতা

টিকা নেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন ওবায়দুল কাদের

টিকা নেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন ওবায়দুল কাদের

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান খালেদা জিয়ার

আপডেট : ২১ জুলাই ২০২১, ২৩:০৯

করোনা ভাইরাসের সংক্রমণরোধে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২১ জুলাই) ঈদের রাতে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বুধবার রাত আটটার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।

বৈঠকশেষে বেরিয়ে আসছেন বিএনপির সিনিয়র নেতারা। ছবি: চেয়ারপারসনের মিডিয়া উইং

এদিন রাত পৌনে দশটার দিকে বেরিয়ে আসেন বিএনপির উচ্চপর্যায়ের নেতারা। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এই পরিস্থিতিতে যেন সকলেই স্বাস্থ্যবিধি মোতাবেক চলেন এই আহবান জানিয়েছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন?

ঈদের শুভেচ্ছা জানিয়ে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘কোভিড-১৯ পরবর্তী গত ১৯ জুলাই টিকা নেওয়ার পর একটু জ্বর এসেছে। চিকিৎসকদের পরামর্শে তার উন্নত চিকিৎসা প্রয়োজন।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপিপ্রধানের সঙ্গে ঈদশুভেচ্ছা বিনিময়ে বিএনপির মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ম্যাডামের চিকিৎসক ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন মির্জা ফখরুল

/এসটিএস/এমএস/

সম্পর্কিত

‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় বিএনপি নেতারা

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় বিএনপি নেতারা

হোয়াটস অ্যাপ ও জুমে আ.লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

হোয়াটস অ্যাপ ও জুমে আ.লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

মাস্ক পরুন, নিরাপদ থাকুন: মির্জা ফখরুল

মাস্ক পরুন, নিরাপদ থাকুন: মির্জা ফখরুল

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় বিএনপি নেতারা

আপডেট : ২১ জুলাই ২০২১, ২১:৩১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় গেছেন দলটির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। বুধবার (২১ জুলাই) রাত আটটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন সেখানে প্রবেশ করেন।

বুধবার রাত সোয়া আটটার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন।

এর আগে, বুধবার দুপুরে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।

/এসটিএস/এমএস/এমওএফ/

সম্পর্কিত

‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান খালেদা জিয়ার

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান খালেদা জিয়ার

হোয়াটস অ্যাপ ও জুমে আ.লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

হোয়াটস অ্যাপ ও জুমে আ.লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

মাস্ক পরুন, নিরাপদ থাকুন: মির্জা ফখরুল

মাস্ক পরুন, নিরাপদ থাকুন: মির্জা ফখরুল

হোয়াটস অ্যাপ ও জুমে আ.লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

আপডেট : ২১ জুলাই ২০২১, ২০:৩৫

করোনা মহামারির সময়ে যোগাযোগের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এক্ষেত্রে অনেকের সাথে একসাথে যোগাযোগ করতে হোয়াটস অ্যাপ ও জুম অ্যাপস বেশি গুরুত্ব পাচ্ছে। করোনা পরিস্থিতিতে রাজনীতিবিদদের জন্য গেল ঈদগুলো ছিল পীড়াদায়ক। এবারের ঈদও কষ্টে কেটেছে  ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের। ঈদ উদযাপন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, জনগণের পাশে থাকা, জনগণের জন্য কাজ করা, জনগণের সঙ্গে মেশা রাজনীতিক নেতাদের একমাত্র কাজ। করোনা মহামারির কারণে সেই সুযোগ থেকে  ঈদে বঞ্চিত হচ্ছেন নেতারা। করতে হচ্ছে উল্টো কাজ। দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে নেতাকর্মীদের সঙ্গে। জনগণের সঙ্গে  দূরত্ব রেখে চলা রাজনীতিকদের জন্য পীড়াদায়ক। সবাইকে সুস্থ রাখতে বাধ্য হয়েই সামাজিক দূরত্ব রেখে চলতে হলেও হোয়াটস অ্যাপ, মোবাইল ফোন ও জুম মিটিংয়ে চলছে আওয়ামী লীগ নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়।  ঈদের দিন ঘণ্টার পর ঘণ্টা এসব মাধ্যমে ব্যস্ত রয়েছেন নেতারা।

ঈদের নামাজ শেষ করে প্রায় সারাদিনই নেতাকর্মীদের সঙ্গে জুম মিটিংয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। শুধু নেতাকর্মীই নয়, করোনা মহামারিতে জনগণের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন, তাদের উৎসাহ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, হোয়াটস অ্যাপ, মোবাইল ফোন ও জুম মিটিং করে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি। তিনি বলেন, করোনা মহামারিতে এলাকায় যারা স্বেচ্ছাশ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে জুম মিটিং করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি। কুষ্টিয়া মেডিকেল ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গেও তিনি কথা বলেন জুম মিটিংয়ে। এছাড়া দলের সহকর্মীদের সঙ্গেও হোয়াটস অ্যাপে শুভেচ্ছা বিনিময় করেছেন বলে জানান হানিফ। তিনি ঈদ করেছেন ঢাকায়।

তিনি বলেন, রাজনীতিবিদদের জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা ভীষণ পীড়াদায়ক।  ঈদ আনন্দের তবে সশরীরে জনগণের পাশে থাকতে না পারার একধরণের কষ্ট তো রয়েছেই। তবুও মানুষকে সুস্থ রাখতে শারীরিক দূরত্ব রেখে ঈদ উদযাপন করেছি। তবে মানসিক দূরত্ব ছিল না। বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কাছেই থেকেছি।

আওয়ামী লীগের অপর যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা মহামারির কারণে শারীরিক দূরত্ব মেনে ঈদ উদযাপন করেছি। তবে হোয়াটস অ্যাপ, মোবাইল ফোন ও জুম মিটিংয়ের মাধ্যমে নেতাকর্মীদের কাছেই ছিলাম সারাদিন। ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। এছাড়া ম্যাসেজের মাধ্যমেও ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। দীপু মনিও ঢাকায় ঈদ করেছেন। তিনি জানান, এমনিতেও ঈদের দিন আমি এলাকায়  থাকি না। কারণ, আমি এলাকায় থাকলে নেতাকর্মীরা পরিবারের সঙ্গে ঈদ না করে আমাকে সময় দেন। তাই আমি ঈদের দিনটা ওদের পরিবারের জন্য রাখতে চাই। তবে সচরাচর ঈদের পরেরদিন এলাকায় যাই। কিন্তু করোনার কারণে এবার এলাকায় যাচ্ছি না।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আমি ঈদ করেছি আমার এলাকা জয়পুরহাটে। নামাজ পড়েছি  ক্ষেতলাল সরকারি পাইলট স্কুল মাঠে। সেখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। এছাড়াও মোবাইল ফোন, হোয়াটস অ্যাপে শুভেচ্ছা বিনিময় করেছি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, নেতাকর্মীর সঙ্গে সশরীরে মিশতে না পারা রাজনীতিবিদদের জন্য খুব কষ্টের। কিন্তু করোনা পরিস্থিতি আমাদের বাধ্য করেছে জনগণ থেকে বিচ্ছিন্ন থাকতে। আমরা সচেতন ও সতর্ক না হলে আমাদের যারা ফলো করে তারাও সচেতন হবে না। বাধ্য হয়ে মানুষের কল্যাণেই জনগণ থেকে দূরে থেকে ঈদ উদযাপন করেছি ঠিকই কিন্তু মোবাইল ফোন, হোয়াটস অ্যাপ ব্যবহার করে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি।

আওয়ামী লীগের অপর সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীরও ঈদ কেটেছে ঢাকায়। তবে ঈদের আগে স্বাস্থ্যবিধি মেনে তার এলাকায় ২৩টা ইউনিয়নে সাধ্যমত ত্রাণ সহায়তা দিয়েছেন তিনি। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এলাকায় ঈদ উদযাপন করতে যাইনি। তবে মোবাইল  ফোনে এলাকার সকলের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় হয়েছে। অডিও ও ভিডিও রেকর্ডের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। করোনা মহামারির আগের ঈদগুলোতে গণভবন ফটক ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য সকাল থেকেই উন্মুক্ত থাকতো। করোনা মহামারির কারণে এই নিয়ে গত চারটি ঈদে প্রধানমন্ত্রী অডিও ও ভিডিও বার্তায় দলের নেতাকর্মী ও জনগণকে শুভেচ্ছা জানান। করোনা পরিস্থিতিতে দলের নেতারাও সরাসরি দলীয় সভাপতিকে শুভেচ্ছা জানানো থেকে বঞ্চিত হয়ে আসছেন। কেন্দ্রীয় নেতারা শেখ হাসিনার মোবাইল ফোন ও হোয়াটস অ্যাপ নাম্বারে ম্যাসেজ পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও  হোয়াটস অ্যাপ ও মোবাইল ফোনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

/এমএস/

সম্পর্কিত

‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

ঈদে ঢাকাতেই থাকছেন বেশিরভাগ আ.লীগ নেতা

ঈদে ঢাকাতেই থাকছেন বেশিরভাগ আ.লীগ নেতা

টিকা নেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন ওবায়দুল কাদের

টিকা নেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন ওবায়দুল কাদের

বালিতে মাথা গুঁজে কনসালটেন্সির ভূমিকায় বিএনপি: ওবায়দুল কাদের

বালিতে মাথা গুঁজে কনসালটেন্সির ভূমিকায় বিএনপি: ওবায়দুল কাদের

মাস্ক পরুন, নিরাপদ থাকুন: মির্জা ফখরুল

আপডেট : ২১ জুলাই ২০২১, ১৬:১৩

সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করার অনুরোধ জানিয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি আবেদন জানাচ্ছি যে, আপনারা সবাই দূরত্ব বজায় রাখবেন, মাস্ক পরবেন এবং নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন।’

বুধবার (২১ জুলাই) ঈদের নামাজ শেষে প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর দলের মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসনের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দেশবাসীকে আমি ঈদ মোবারক জানাচ্ছি এবং দোয়া করছি সকলের জন্য তারা যেন করোনা মহামারি থেকে মুক্ত হতে পারেন।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময় ঈদের দিন দলীয় কর্মসূচি শেষ করে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। ২০১৮ সালে দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যাওয়ার পর দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে প্রতি ঈদে দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করে আসছেন।

ঈদের দিন জাতীয় স্থায়ী কমিটির পর মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুব দলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ মহানগর ও যুব দলের শতাধিক নেতা-কর্মী প্রয়াত রাষ্ট্রপতির কবরে পুস্পস্তবক অর্পণ করেন।

/এসটিএস/ইউএস/

সম্পর্কিত

লকডাউনের সিদ্ধান্তগুলো মনে হয় পাবনা থেকে আসছে: বিএনপি

লকডাউনের সিদ্ধান্তগুলো মনে হয় পাবনা থেকে আসছে: বিএনপি

আ.লীগ গণতন্ত্রের মতো পরিবেশও ধ্বংস করেছে: মির্জা ফখরুল

আ.লীগ গণতন্ত্রের মতো পরিবেশও ধ্বংস করেছে: মির্জা ফখরুল

‘খালেদা জিয়া সুস্থ নন, তবে রক্তে সংক্রমণ নেই’

‘খালেদা জিয়া সুস্থ নন, তবে রক্তে সংক্রমণ নেই’

অনুসন্ধানী সাংবাদিকদের ভয় দেখানো হলো: বিএনপি

অনুসন্ধানী সাংবাদিকদের ভয় দেখানো হলো: বিএনপি

সম্পর্কিত

‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

হোয়াটস অ্যাপ ও জুমে আ.লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

হোয়াটস অ্যাপ ও জুমে আ.লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়: ওবায়দুল কাদের

উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়: ওবায়দুল কাদের

‘জাতীয় পতাকা উত্তোলন না করলে মাদ্রাসা খোলার প্রয়োজন নেই’

‘জাতীয় পতাকা উত্তোলন না করলে মাদ্রাসা খোলার প্রয়োজন নেই’

ঈদে ঢাকাতেই থাকছেন বেশিরভাগ আ.লীগ নেতা

ঈদে ঢাকাতেই থাকছেন বেশিরভাগ আ.লীগ নেতা

টিকা নেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন ওবায়দুল কাদের

টিকা নেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন ওবায়দুল কাদের

সড়ক দুর্ঘটনায় শ্রীপুর উপজেলা কৃষকলীগ সভাপতি নিহত

সড়ক দুর্ঘটনায় শ্রীপুর উপজেলা কৃষকলীগ সভাপতি নিহত

‘তারা শুধু আল্লাহ-রাসুলের কথা বলবে, কিন্তু ব্যয় করবে না’

‘তারা শুধু আল্লাহ-রাসুলের কথা বলবে, কিন্তু ব্যয় করবে না’

বালিতে মাথা গুঁজে কনসালটেন্সির ভূমিকায় বিএনপি: ওবায়দুল কাদের

বালিতে মাথা গুঁজে কনসালটেন্সির ভূমিকায় বিএনপি: ওবায়দুল কাদের

জাপানের কানসাইয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাপানের কানসাইয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শতাধিক হতদরিদ্রের ঘরে ঈদ উপহার পৌঁছালো দক্ষিণ যুবলীগ 

শতাধিক হতদরিদ্রের ঘরে ঈদ উপহার পৌঁছালো দক্ষিণ যুবলীগ 

বিএনপি একটি বাক-বাকুম পার্টি: নানক

বিএনপি একটি বাক-বাকুম পার্টি: নানক

সর্বশেষ

বৌদ্ধ অধ্যুষিত তিব্বতে চীনের প্রেসিডেন্ট!

বৌদ্ধ অধ্যুষিত তিব্বতে চীনের প্রেসিডেন্ট!

লকডাউনে সীমিত পরিসরে চলবে হাইকোর্টের বিচার

লকডাউনে সীমিত পরিসরে চলবে হাইকোর্টের বিচার

চিকিৎসকদের কোয়ারেন্টিন বাতিল, আর কত হারাবেন তারা?

চিকিৎসকদের কোয়ারেন্টিন বাতিল, আর কত হারাবেন তারা?

ঈদে হাজী দানেশের বিদেশি শিক্ষার্থীদের ভিন্নরকম অভিজ্ঞতা

ঈদে হাজী দানেশের বিদেশি শিক্ষার্থীদের ভিন্নরকম অভিজ্ঞতা

সংক্রমণ ঠেকাতে ফাইজারের কার্যকারিতা কমছে: ইসরায়েলের গবেষণা

সংক্রমণ ঠেকাতে ফাইজারের কার্যকারিতা কমছে: ইসরায়েলের গবেষণা

ব্রাহ্মণবাড়িয়ায় রিসোর্টে ঘুরতে গিয়ে জরিমানা গুনলেন ২৫ জন

ব্রাহ্মণবাড়িয়ায় রিসোর্টে ঘুরতে গিয়ে জরিমানা গুনলেন ২৫ জন

হেরাতে তালেবান ঠেকানোর লড়াইয়ের নেতৃত্বে সাবেক মুজাহিদিন কমান্ডার

হেরাতে তালেবান ঠেকানোর লড়াইয়ের নেতৃত্বে সাবেক মুজাহিদিন কমান্ডার

করোনার মাঝেও অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন

করোনার মাঝেও অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন

অলিম্পিক গেমস উপলক্ষে গুগলের ডুডল

অলিম্পিক গেমস উপলক্ষে গুগলের ডুডল

দ্বিতীয় ঢেউয়েও বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানো অব্যাহত: এডিবি

দ্বিতীয় ঢেউয়েও বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানো অব্যাহত: এডিবি

কোরবানির মাংস সংগ্রহ করেন প্রকৌশলী রিমন, কিন্তু কেন?

কোরবানির মাংস সংগ্রহ করেন প্রকৌশলী রিমন, কিন্তু কেন?

মদপানে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫

মদপানে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

হোয়াটস অ্যাপ ও জুমে আ.লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

হোয়াটস অ্যাপ ও জুমে আ.লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদে ঢাকাতেই থাকছেন বেশিরভাগ আ.লীগ নেতা

ঈদে ঢাকাতেই থাকছেন বেশিরভাগ আ.লীগ নেতা

টিকা নেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন ওবায়দুল কাদের

টিকা নেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন ওবায়দুল কাদের

বালিতে মাথা গুঁজে কনসালটেন্সির ভূমিকায় বিএনপি: ওবায়দুল কাদের

বালিতে মাথা গুঁজে কনসালটেন্সির ভূমিকায় বিএনপি: ওবায়দুল কাদের

শতাধিক হতদরিদ্রের ঘরে ঈদ উপহার পৌঁছালো দক্ষিণ যুবলীগ 

শতাধিক হতদরিদ্রের ঘরে ঈদ উপহার পৌঁছালো দক্ষিণ যুবলীগ 

বিএনপি একটি বাক-বাকুম পার্টি: নানক

বিএনপি একটি বাক-বাকুম পার্টি: নানক

‘কতিপয় রাজনীতিবিদ সমাবেশ করে করোনা ছড়িয়ে দিতে সহায়তা করেছে’

‘কতিপয় রাজনীতিবিদ সমাবেশ করে করোনা ছড়িয়ে দিতে সহায়তা করেছে’

ডিসেম্বরের মধ্যে ৮০ ভাগ মানুষ টিকা পাবে, আশা হানিফের

ডিসেম্বরের মধ্যে ৮০ ভাগ মানুষ টিকা পাবে, আশা হানিফের

‘ধর্মীয় বক্তা নামধারী কিছু ব্যক্তি করোনা ছড়িয়ে দিতে সহযোগিতা করেছে’

‘ধর্মীয় বক্তা নামধারী কিছু ব্যক্তি করোনা ছড়িয়ে দিতে সহযোগিতা করেছে’

© 2021 Bangla Tribune