X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সন্তান গ্রহণ ও তাদের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা আছে নারীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৬, ১৯:৫৬আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৫:১১

দেশের অধিকাংশ নারী সন্তান গ্রহণে তাদের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয় বলে মত দিয়েছেন। অন্যদিকে সন্তানের ভবিষ্যৎ নির্ধারণেও আছে তাদের ভূমিকা। বাংলা ট্রিবিউনের উদ্যোগে পরিবারে নারীর ক্ষমতায়ন বিষয়ক জরিপে এমন তথ্যই উঠে এসেছে।

সন্তান গ্রহণ ও তাদের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা আছে নারীদের

জরিপে অংশগ্রহণকারী ৪ হাজার ৮০০ জন নারীদের মধ্যে ৪৯.০২ শতাংশ নারী সন্তান গ্রহণে তাদের সিদ্ধান্ত গৃহীত হয় বলে মত দিয়েছেন। জরিপে প্রতিটি পেশায় ১৬০০ নারীর ওপর এ জরিপ পরিচালনা করা হয়। যেখানে  পেশাভিত্তিক বিবেচনায় দেখা যায়, গৃহিণীদের মধ্যে ৬৭.২৫ জন, কর্মজীবীদের মধ্যে ৬২.৫০% জন এবং ছাত্রী/শিক্ষার্থীদের মধ্যে ১৭.৩১% জন নারী বলছেন- সন্তান গ্রহণে তাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সন্তান গ্রহণ ও তাদের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা আছে নারীদের

জরিপের এই প্রশ্নে দেখা যায়, ১৬০০ জন শিক্ষার্থীদের মধ্যে ৭২.২৫ শতাংশ কোনও মন্তব্য করতে রাজি হননি।

সন্তান গ্রহণ ও তাদের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা আছে নারীদের

অন্যদিকে সন্তানের ভবিষ্যৎ নির্ধারণেও নিজেদের ভূমিকার কথা উঠে এসেছে জরিপে। দেশের ৪৯.৫৪ শতাংশ নারী জানিয়েছেন- সন্তানদের ভবিষ্যৎ নির্ধারণে তাদের অংশগ্রহণ রয়েছে। এছাড়া ১১.৪০ শতাংশ নারী জানিয়েছেন কখনও কখনও তাদের এ বিষয়ে অংশগ্রহণ ছিল।

উল্লেখ্য, দেশের আট বিভাগে ৬০০ জন করে মোট ৪ হাজার ৮০০ নারীর ওপর বাংলা ট্রিবিউন এই জরিপ পরিচালনা করে। যার মধ্যে শহরগুলো থেকে ৩০০ জন এবং গ্রাম পর্যায়ে ৩০০ জনের ওপর এই জরিপ হয়। 

জরিপ পরিচালনা:  বাংলা ট্রিবিউন

জরিপ পরিচালনার সময়কাল: ২২ ফেব্রুয়ারি- ২৯ ফেব্রুয়ারি         

নমুনা (sample) সংগ্রহের প্রক্রিয়া:
১. প্রতিটি বিভাগে ৩০০ জন শহুরে এবং ৩০০ জন গ্রামীণ নারীকে ২০টি করে প্রশ্ন করা হয়। (এভাবে আটটি বিভাগে মোট ৪ হাজার ৮০০ জনের ওপর জরিপ পরিচালনা করা হয়)।

২. শহুরে বলতে বোঝানো হয়েছে- বিভাগীয় শহর বসবাসকারী নারী এবং গ্রামীণ বলতে বোঝানো হয়েছে- জেলা, উপজেলা, থানার গ্রাম পর্যায়ের বসবাসকারী নারী।

৩. শুধু নারীদের ওপরই এই জরিপ পরিচালনা করা হয়।  
৪. পেশাভিত্তিক অংশগ্রহণকারীদের সংখ্যা সমান রাখা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থী ১০০ জন, কর্মজীবী নারী ১০০ জন এবং গৃহিণী ১০০ জন।
৫. দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত প্রতি অংশগ্রহণকারীর উত্তর নেওয়ার পর ৫ মিনিট অন্তর অংশগ্রহণকারী নির্বাচন করা হয়।

৬. জরিপকারীরা একই স্থানে সর্বোচ্চ ১ ঘণ্টা অবস্থান করেছেন।  
৭. নমুনা সংগ্রহের জন্য জেলা/বিভাগের হাটবাজার/শপিংমলকে স্থান হিসেবে বিবেচনা করা হয়।

৮. দেশের আটটি বিভাগে এই জরিপ পরিচালনা করা হয়।

সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবকের মৃত্যু
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবকের মৃত্যু
ফিরে দেখা: ৬ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৬ জুলাই ২০২৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছয় মাসে ২২২ জন নিহত
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছয় মাসে ২২২ জন নিহত
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল