X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সারাদেশে পালিত হচ্ছে ‘আর্ন্তজাতিক নারী দিবস’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ১৩:১৭আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৩:১৭

বরগুনা ‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জেলায় জেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর ও ছবির ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। 

বরগুনা: বরগুনায় আর্ন্তজাতিক নারী দিবস ২০১৬ পালিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (র্সাবিক) মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহা.বশিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম,এলজিইডির নির্বাহী প্রকৌসুলী মো. আনোয়ারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ মিয়া, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।

এসময় বক্তব্য রাখেন মহিল বিষয়ক অধিদফতরের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি, মহিলা পরিষদের সভা নেত্রী মো. নাজমা বেগম, নারী নেত্রী হোসনেয়ারা হাসি, হোসনেয়ারা চম্পা প্রমুখ।

ঝিনাইদাহ ঝিনাইদহ: ঝিনাইদহে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বাগেরহাট বাগেরহাট: বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদফতরের আয়োজনে মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল- হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, মহিলা পরিষদের আহ্বায়ক শিল্পি সমাদ্দার প্রমুখ।


সাতক্ষীরা সাতক্ষীরা:
সাতক্ষীরায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সাতক্ষীরার জেলা প্রশাসক এ কে এম মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মূখার্জী, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, কাউন্সিলর শফিক-উ-দৌলা সাগর প্রমুখ।

জয়পুরপাট জয়পুরহাট: জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও পৌরসভার উদ্যোগে পৃথক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
র‌্যালিগুলো শহরের প্রধান সড়ক হয়ে জেলা পরিষদ মিলনায়তন ও পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে পৃথকভাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক সোলায়মান আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান প্রমুখ।

দিনাজপুর দিনাজপুর: দিনাজপুরে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালি বের করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
র‌্যালিতে অংশ নেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিব, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, সাংগঠনিক সম্পাদক রুবিনা আখতার প্রমুখ।
নওগাঁ
নওগাঁয়: সকাল ১০টায় শহরের জেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা প্রশাসন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নওগাঁর জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।
জেবি/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক