ফ্যাশন হাউজ অঞ্জন'স এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে ছয়টি ক্লাব নিয়ে কাল বুধবার থেকে মাঠে গড়াচ্ছে স্বাধীনতা দিবস হকি। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের প্রথম দিনে মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ। টুর্নামেন্ট শেষ হবে ১৪ই মার্চ।
স্বাধীনতা দিবস হকির ১৬তম এই আসরে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। 'ক' গ্রুপে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপি ও অ্যাজাক্স এসসি। 'খ' গ্রুপের দলগুলো হলো: বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ। ২০১৩ সালে অনুষ্ঠিত সর্বশেষ আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ সেনাবাহিনী।
হকি ফেডারেশনে আজ এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে প্রচার মাধ্যমকে অবহিত করেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনভির আদিল খান। এ সময় আরও উপস্থিত ছিলেন অঞ্জন'স এর হেড অব মার্কেটিং মাহিন আহমেদ মোজাম্মেল ও আরেক যুগ্ম সম্পাদক ইউসুফ আলী।
/আরএম/এমআর/