X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, বাটার শোরুমে লুটপাট

সিলেট প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ২০:০৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ২০:৫৩

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল সিলেট। বিক্ষুব্ধ জনতার মিছিল থেকে কেএফসি, ইউনিমার্ট, বাটা, ডমিনোজ পিজ্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুমে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রির অভিযোগ তুলে এসব প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এ সময় বাটার শোরুমে লুটপাট হতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিলেটে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকালে নগরীর মীরবক্সটুলা এলাকায় রয়েল পার্ক হোটেল ও কেএফসি ভাঙচুর করা হয়। এরপর নগরীর পূর্ব জিন্দাবাজার, বন্দরবাজার, দরগাহ গেইটসহ আম্বরখানা এলাকার বাটার শোরুম, সুবিদবাজার এলাকার ইউনিমার্ট ও চৌহাট্টার ডোমিনোস পিজ্জার প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এ ঘটনার পর থেকে আতঙ্কে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা এলাকার বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এ সময় দরগাহ গেট ও পূর্ব জিন্দাবাজারের বাটার শোরুম ভাঙচুরের পাশাপাশি লুটপাট করতে দেখা যায়।

জানা যায়, সোমবার দুপুর থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্টে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন ছাত্র ও ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও অনেকে মিছিল নিয়ে আসেন।  সেখান থেকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা শহীদ মিনার এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজিত জনতা প্রথমে ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগ তুলে মীরবক্সটুলা এলাকার কেএফএসিতে ভাঙচুর করেন। এ সময় প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ পানীয় নষ্ট করার পাশাপাশি রয়েল পার্ক হোটেল ভাঙচুর করেন। এরপর বিক্ষিপ্তভাবে বাটা শোরুম ও আশপাশের কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। কিছুক্ষণ পরে ভাঙচুর চালান আম্বরখানা এলাকার ইউনিমার্টে। এতে ওইসব প্রতিষ্ঠান বেশ ক্ষতিগ্রস্ত হয়।

সিলেট কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। তবে আর যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য বাড়তি নজরদারি রয়েছে। মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
৪-৫টি মোটরসাইকেলে এসে হাসনাতের গাড়িতে হামলা, প্রতিবাদে বিক্ষোভ
ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার
গাজা আলোচনা নিয়ে কাতারকে ‘উভয়পক্ষের সঙ্গে খেলা বন্ধের’ আহ্বান জানাল ইসরায়েল
সর্বশেষ খবর
চট্টগ্রামে কোরবানিদাতা বেড়েছে ৬৭ হাজার, পশুর ঘাটতি
চট্টগ্রামে কোরবানিদাতা বেড়েছে ৬৭ হাজার, পশুর ঘাটতি
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৫)
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?