দেশের চাহিদা মোতাবেক লবণের উৎপাদন বাড়াতে চাষীদের সার্বিক সহায়তা দিতে কক্সবাজার জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসকে এ নির্দেশনা দেন।
তোফায়েল আহমেদ বলেন, দেশে উৎপাদিত লবণের মান বেশ ভাল। তাই দেশের চাহিদা মেটাতে এবং লবণ চাষীদের উৎসাহিত করতে সরকার বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ রেখেছে।
তিনি আরও বলেন, লবণ চাষীদের লবণ উৎপাদনে যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সে জন্য সরকার সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্য পয়োজনীয় পণ্যের মূল্য এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সকলকেই সতর্ক থাকতে হবে। এছাড়া পণ্য মানুষের ক্রয় ক্ষতার মধ্যে রাখতে বাজার মনিটরিংসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেছি, অতিরিক্ত সচিব (রফতানি) জহির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজ কুমার রায়, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) শুভাশিষ বোস, বাংলাদেশ টেরিফ কমিশনের চেয়ারম্যান মুসফিকা ইকফাত, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা, টিসিবির চেয়ারম্যান ব্রি.জে. আবু সালেহ মো. গোলাম আম্বিয়া প্রমুখ।
/এসএনএইচ/