জাবিতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, আহত শতাধিক

ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের অবরোধসরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক শিক্ষার্থী আহত হয়। তবে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং মহসড়কে ফের যান চলাচল শুরু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ অবস্থান নিয়েছে।ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের অবরোধ

সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কোটা সংস্কার আন্দোলনের পক্ষের শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এসে শেষ হয়। পরে সেখানেই সকাল সাড়ে দশটায় অবস্থান নেন সহস্রাধিক শিক্ষার্থী। রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ করে দেন তারা।ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের অবরোধ

এদিকে, সকাল থেকেই ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় শতাধিক পুলিশ। পুলিশের একটি জলকামানও ছিল সেখানে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তাকর্মীরাও  ঘটনাস্থলে উপস্থিত হন।

দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধকারীদের ওপর অ্যাকশনে যায় পুলিশ। টিয়ার শেল, রাবার বুলেট, জলকামান ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরাও এসময় ইট-পাটকেল ছুঁড়ে পাল্টা জবাব দেয়। প্রায় দু্ই ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ তাদের ক্যাম্পাসের ভেতর সরে যেতে বাধ্য করে। জাবির গেটে অবস্থান নেয় পুলিশ।পুলিশ অ্যাকশনে আহত শিক্ষার্থী

সংঘর্ষের সময় আগত হন শতাধিক শিক্ষার্থী এর মধ্যে ২৫ জনকে সাভারে এনাম মেডিক্যাল কলেজে ও বাকিদের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন- 

ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা ‘৭১ এর তাণ্ডবকেও হার মানিয়েছে: নানক
কোটা সংস্কারের দাবিতে সারাদেশে বিক্ষোভ-সড়ক অবরোধ

কোটা সংস্কার আন্দোলন: এ পর্যন্ত যা যা হলো

তিন সন্দেহ সরকারের, প্রধানমন্ত্রীর প্রশ্ন এরা কারা?

সরকার পতনের জন্য মুখোশধারী সন্ত্রাসীদের এ তাণ্ডব: ঢাবি ভিসি

‘তাণ্ডবের প্রতিটি মুহূর্ত বারবার মৃত্যু ভয়ে আঁতকে উঠেছি’

উপাচার্যের বাসভবনে রাতের তাণ্ডব

ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা

ক্যাম্পাসে থমথমে অবস্থা: মোড়ে মোড়ে পুলিশ, আন্দোলনকারীরা হলে

আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ

পুলিশের কারও ভুল হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি: ডিএমপি কমিশনার
৪ দফা দাবিতে টিএসসিতে অনড় ছাত্রীরা

অশুভ শক্তি গুজব রটিয়ে বেড়াচ্ছে: নানক

ঢাবি উপার্যের বাসভবনে ভাঙচুর, গাড়িতে আগুন

শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা

কার্জন হলে টিয়ারশেল, আন্দোলনকারীদের বিক্ষিপ্ত প্রতিরোধ

কোটা সংস্কার আন্দোলন: গোলাপ না নিয়ে পিছু হটলো পুলিশ

ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে, আন্দোলনকারীরা টিএসসিতে

কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল

মুখোশধারীরা আমার বাসভবনে হামলা চালিয়েছে: ঢাবি উপাচার্য

কোটা সংস্কার আন্দোলন: সকাল ১১টায় বৈঠকের প্রস্তাব সরকারের

কোটা সংস্কার আন্দোলন: পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ৩১

ছাত্রীদের নিরাপদে হলে পৌঁছে দেওয়াটাই এখন বড় বিষয়: ঢাবি প্রক্টর

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও লাঠিচার্জ ( ভিডিও)