মামুনুলের রিসোর্টকাণ্ড: আরও তিন মামলা

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে নারীসহ অবরুদ্ধ করার জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনায় হেফাজতের নেতাকর্মীদের আসামি করে নতুন আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় প্রধান আসামি করা হয়েছে মামুনুল হককে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে সোনারগাঁও থানায় এই তিন মামলা দায়ের করা হয়। তিনটি মামলায় ২৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

তিনটি মামলার মধ্যে সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বাদী হয়ে ১২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে মামুনুল হককে।

এদিকে সোহাগ রনির বাড়িতে হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগে তার বাবা হাজী শাহ জামাল তোতা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মোগড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করেন আরও একটি মামলা করেন।

সোনারগাঁও থানার ওসি (অপারেশন) মো. সাইদুজ্জামান নতুন এই তিন মামলার বিষয়টি  নিশ্চিত করেছেন।

সোনারগাঁওয়ে মামুনুল কাণ্ডে এর আগে পুলিশ বাদী হয়ে দুটি ও স্থানীয় একজন সাংবাদিককে মারধর ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছিল। তিনটি মামলায় ৮৩ জনের নাম উল্লেখ ও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়। ওই তিন মামলায় প্রধান আসামি করা হয়েছিল হেফাজতের যুগ্ন-মহাসচিব মামুনুল হককে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ছয়টি মামলা দায়ের করা হলো। এসব মামলায় আসামি ১২০০ জনের বেশি।

নতুন তিনটি মামলার বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো:মোস্তাফিজুর রহমান  বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে যারা হেফাজতে ইসলামের সক্রিয় কর্মী। তাদের মধ্যে কয়েকজন নেতাও রয়েছেন।

তিনি আরও বলেন, ‘সহিংসতা ও নাশকতা সৃষ্টিকারী কাউকে আমরা ছাড় দেবো না। পর্যায়ক্রমে জড়িত ও অভিযুক্তদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পুলিশ সেই চেষ্টা অব্যাহত রেখেছে।’

আরও পড়ুন-

স্ত্রীকে খুশি করতে সত্য গোপনের সুযোগ আছে: মামুনুল হক

লাইভে এসে ক্ষমা চাইলেন মামুনুল

আগুন নিয়ে খেলা করবেন না: লাইভে মামুনুল হক

আমার ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা হয়েছে: মামুনুল

মামুনুল হকের রিসোর্টকাণ্ড নিয়ে যা বললেন তার নারীসঙ্গী (অডিও)

মামুনুলের রিসোর্টকাণ্ড: নীরব থাকার সিদ্ধান্ত হেফাজত-খেলাফতের

আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: মামুনুল হক

মামুনুল হকের কথিত স্ত্রীর দ্বিতীয় বিয়ের কথা জানেন না এলাকাবাসী

মামুনুল হককে ছিনিয়ে নিলো হেফাজত (ভিডিও)

বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করেছি, লাইভে মামুনুলের দাবি

নারীসহ রিসোর্টে গিয়ে জনগণের তোপের মুখে হেফাজত নেতা মামুনুল

কাকে নিয়ে রিসোর্টে গিয়েছিলেন মামুনুল হক?

যা বললেন মামুনুল হক

তুমি বইলো আমি সব জানি: ফোনালাপে স্ত্রীকে মামুনুল

মামুনুল ইস্যুতে জুনায়েদ বাবুনগরীর নিন্দা

হেফাজত সামলাতে এবার কৌশলী সরকার