সাভারে ত্রিমুখী সংঘর্ষ

ফিটনেস ছাড়াই চলছিল সেফ লাইনের বাসটি

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ট্রাকে ধাক্কা দেওয়া সেফ লাইন পরিবহনের বাসটির ফিটনেস ও রুট পারমিট ছিল না।

সোমবার (৬ জুন) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাভার জোনের পরিদর্শক সাজ্জাদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে সেফ লাইন পরিবহনের বাসটির কোনও নম্বর প্লেট দেখতে পাইনি। কারণ বাসটির সামনের অংশ খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পেছনে লাগানো নম্বর প্লেটটিও পাওয়া যায়নি।’

আরও পড়ুন: নিহত ৪ জনই পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারী

সাজ্জাদুর রহমান আরও বলেন, ‌‘২০১৪ সাল পর্যন্ত বাসটির ফিটনেস ছিল। এছাড়া রোড ট্যাক্স দেওয়া ছিল ২০১৫ সাল পর্যন্ত।’

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, ‘সেইফ লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়। এ ঘটনায় চালক ও সহযোগী পলাতক থাকায়, শুধু পরিবহনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। চালক-সহযোগীকে শনাক্তের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, রবিবার সকালে সাভার থেকে ঢাকা যাওয়ার পথে সেফ লাইন পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে বিপরীত পাশের চলন্ত পরমাণু শক্তি কমিশনের বাসে ধাক্কা দেয়। এ সময় একটি ট্রাকের সঙ্গেও বাসটির সংঘর্ষ হয়। এতে পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তাসহ চার জন প্রাণ হারান।

আরও খবর—

ছুটি নিতে অফিসে যাচ্ছিলেন সন্তানসম্ভবা পূজা

সাভারে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা