অবশেষে মোবাইল ফোন-মানিব্যাগ ফেরত পেলেন সাংবাদিক আরিফ

সাংবাদিক আরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানের মোবাইল ফোন ও মানিব্যাগসহ প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) বেলা ৩টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের রিন্টু বিকাশ চাকমার পেশকার সাইফুল ইসলাম নকিয়া ব্র্যান্ডের মোবাইল, মানিব্যাগে থাকা তিনটি চেকের পাতা, দুটি ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্র ও মোটরসাইকেলের কাগজপত্রসহ সবকিছু আরিফুল ইসলামের কাছে বুঝিয়ে দেন।

পেশকার সাইফুল ইসলাম বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা স্যার আমাকে সাংবাদিক ভাইয়ের জিনিসপত্র ফেরত দিতে বলেছিলেন। আমি সেগুলো বুঝিয়ে দিয়েছি।’

সাংবাদিক আরিফুল ইসলাম বলেন, ‘আমার সব জিনিসপত্র ফেরত পেয়েছি। মানিব্যাগের ভেতরে সবকিছুই অক্ষত আছে।’ গত শুক্রবার তুলে নেওয়ার পাঁচ দিন পর মানিব্যাগ, মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র ফেরত পেলেন তিনি।  

উল্লেখ্য, গত ১৩ মার্চ বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে তাকে তুলে ডিসি কার্যালয়ে নিয়ে নির্যাতন শেষে মাদক দিয়ে মোবাইল কোর্ট বসিয়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়। ১৫ মার্চ আরিফ মুক্তি পান। এই ঘটনায় কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন ও দুই সহকারী কমিশনারকে প্রত্যাহার করা হয়।


আরও পড়ুন-

কুড়িগ্রাম ছাড়লেন ডিসি সুলতানাফেসবুক স্ট্যাটাসে যা বললেন ডিসি সুলতানা 

 

আরডিসি নাজিম ও দুই সহকারী কমিশনার প্রত্যাহার

 

প্রতিবেদন দুপুরের মধ্যেই, পুরো ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে

কারা দিয়েছিল সেই ১৫০ গ্রাম গাঁজা ও আধা বোতল মদ?

শুক্রবার মধ্যরাতে যা ঘটেছিল সাংবাদিক আরিফের বাসায় (ভিডিও)

প্রতিশোধ নিতেই আইনের অপপ্রয়োগ!

‘ডিসি অফিসে নিয়ে সাংবাদিক আরিফকে চোখ বেঁধে বিবস্ত্র করে পেটানো হয়’

মধ্যরাতে আরিফকে গ্রেফতার করে সাজা: রংপুরের বিভাগীয় কমিশনারকে তদন্তের নির্দেশ
আরিফের ওপর অন্যায় হয়ে থাকলে ডিসিকে প্রশ্নের মুখোমুখি হতে হবে: প্রতিমন্ত্রী

‘রাতে দরজা ভেঙে ঘরে ঢুকতে পারেন না মোবাইল কোর্ট’

 

কুড়িগ্রামের ডিসির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রীকে প্রশ্ন করতে বললেন আইনমন্ত্রী

‘তুই অনেক জ্বালাচ্ছিস- বলে মারতে মারতে নিয়ে যায় আরিফকে’

মধ্যরাতে বাড়ি থেকে সাংবাদিককে ধরে নিয়ে মোবাইল কোর্টে এক বছরের জেল

মধ্যরাতে সাংবাদিক আরিফুলকে তুলে নিয়ে গেলো মোবাইল কোর্ট

আরিফের আটক ও সাজার আইনি ব্যাখ্যা দিতে পারেননি ডিসি সুলতানা

কাবিখা’র টাকায় পুকুর সংস্কার করে ডিসি’র নামে নামকরণ!